শাসক দল আগুন নিয়ে খেলছে : সিপিআইএম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ ডিসেম্বর৷৷ রাজ্যের শাসক দল আগুন নিয়ে খেলছে বলে মন্তব্য করলেন সিপিএম রাজ্য সম্পাদক গৌতম দাশ৷ রবিবার আগরতলায় সাংবাদিক সম্মেলনে তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেনন, শাসক দল আগুন নিয়ে খেলছে অভিযোগ গৌতম দাশের৷ এই মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে দাবি করেন গৌতম দাশ৷ তিনি আরো বলেন, এই সময়ের মধ্যে উগ্রপন্থীর কার্যকলাপ বেড়ে গেছে৷ সামনে এডিসি নির্বাচন৷ তাই সবাইকে সতর্ক থাকতে হবে৷

তিনি বলেন, খয়েরপুর, রামনগর সহ বিভিন্ন জায়গায় হামলা হুজ্জুতি ইত্যাদির ঘটনার তীব্র নিন্দা জানানো হয়৷ মুখ্যমন্ত্রীর নাম উচ্চারণ না করেই গৌতম দাশ বলেন, বিজেপির প্রভারী আসার পর অমুক হঠাও ডাক দেওয়া হয়েছে৷ আর এখন গুাদের লেলিয়ে দিয়ে বাইক বাহিনীর মাধ্যমে বিভিন্ন জায়গায় হামলা হুজ্জুতির তাণুব চালানো হচ্ছে৷ একজন মাত্র গ্রেফতার করা হলো৷ মেলাঘর, খয়েরপুর, অমরপুর, কুমারঘাট সহ বিভিন্ন জায়গার ঘটনায় সিপিএম রাজ্য কমিটি উদ্বেগ প্রকাশ করে৷

দক্ষিণ ও সিপাহীজলার এসপির ভূমিকা নিয়ে প্রশ্ণ তোলা হয়৷ তাদের ভূমিকা অত্যন্ত খারাপ বলে গৌতম দাশ জানান৷ বিরোধী দলনেতার কর্মসূচি করতে দেওয়া হচ্ছে না, নলুয়ায় শহীদবেদী ভেঙে দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় হামলা হজুতি ইত্যাদি বিষয় উত্থাপন করে এনএলএফটির সন্ত্রাসবাদীর কার্যকলাপ বেড়ে যাওয়ায় গৌতম দাশ শাসক বিজেপির দিকে আঙুল তুলেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *