নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ ডিসেম্বর৷৷ দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার জুলাই বাড়ির বণিকপাড়ায় অগ্ণিকাণ্ডে বসতঘর ভস্মীভূত হয়ে গেছে৷ সংবাদ সূত্রে জানা গেছে শনিবার আকস্মিকভাবে বণিকপাড়ার একটি বাড়িতে অগ্ণিসংযোগের ঘটনা ঘটে৷ বাড়ির মালিকের নাম আশিস দত্ত৷ স্থানীয় লোকজন রা বাড়িতে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয়রা এগিয়ে যান৷
খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷দমকল বাহিনীর জওয়ানরা স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে আগুন আয়ত্তে আনতে সক্ষম হয়৷তবে অগ্ণিকাণ্ডে বাড়ির একটি ঘর সম্পূর্ণভাবে ভষ্মিভূত হয়ে গেছে৷ দমকল বাহিনীর তৎপরতায় বাড়ির অন্যান্য ঘর অক্ষত অবস্থায় রয়েছে৷ অগ্ণিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি৷
শর্ট সার্কিট থেকে অগ্ণিকাণ্ডের সূত্রপাত নাকি এটি কোন নাশকতামূলক অগ্ণিকাণ্ডের ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ৷বসত বাড়িতে অগ্ণিসংযোগের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যেতে বাধ্য চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ এদিকে এ ঘটনার খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান৷অগ্ণিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে আপৎকালীন আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে৷পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতি নিরূপণের পর প্রয়োজনীয় আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে৷এদিকে পুলিশ এবং দমকল বাহিনীর জওয়ানরা অগ্ণিকাণ্ডের সঠিক কারণ অনুসন্ধানের জন্য তদন্ত শুরু করেছে৷

