ভারতে ১৬.৮১-কোটি করোনা-টেস্ট, সক্রিয় রোগী কমে ২.৭৪ শতাংশ

নয়াদিল্লি, ২৭ ডিসেম্বর (হি.স.): ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা আরও কমল। একইসঙ্গে ভারতে ১৬.৮১-কোটির উর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষা। ভারতে সুস্থতার হার বেড়ে ৯৫.৮২ শতাংশে পৌঁছে গিয়েছে। রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-টেস্টের সংখ্যা ১৬,৮১,০২,৬৫৭-এ পৌঁছে গেল। বিগত ২৪ ঘন্টায় ভারতে ৯.৪৩-লক্ষ করোনা-স্যাম্পেল পরীক্ষা করা হয়েছে। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ২৬ ডিসেম্বর (শনিবার সারা দিনে) ভারতে ৯,৪৩,৩৬৮টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে।


ভারতে সামগ্রিক সুস্থতার হার প্রতিদিনই স্বস্তি দিচ্ছে। শনিবার সারাদিনে ভারতে সুস্থ হয়েছেন ২১,৪৩০ জন। ভারতে এই মুহূর্তে মাত্র ২.৭৪ শতাংশ করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন। রবিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ১,৪৭,৬২২ জনের মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ২৭৯ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ৯৭,৬১,৫৩৮ জন (৯৫.৮২ শতাংশ)। এই মুহূর্তে ভারতে চিকিৎসাধীন রয়েছেন ২ লক্ষ ৭৮ হাজার ৬৯০ জন করোনা-রোগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *