নয়াদিল্লি, ২৫ ডিসেম্বর (হি.স.): মোদীজি কৃষকদের সত্যিকারের বন্ধু। এমএসপি নিয়ে কৃষকদের বিভ্রান্ত করছে বিরোধীরা। শুক্রবার দিল্লির মেহরৌলিতে আয়োজিত কৃষক সম্মেলনে এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী এদিন বলেছেন, ‘প্রতি ভারতবাসীর জন্য আজ ভীষণ গুরুত্বপূর্ণ দিন। এদিনই জন্ম নিয়েছিলেন দুই মহাপুরুষ, যাঁরা ভারতের ভবিষ্যত গঠনে বড় ভূমিকা নিয়েছিলেন। একজন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী এবং অপরজন পণ্ডিত মদন মোহন মালব্য।’
স্বরাষ্ট্রমন্ত্রী এদিনের কিশান সম্মেলনে বলেন, এমএসপি নিয়ে কৃষকদের বিভ্রান্ত করছে বিরোধীরা। আমি কৃষকদের আশ্বস্ত করতে চাই, এমএসপি ব্যবস্থা থাকবে। কৃষকদের স্বার্থেই তিনটি কৃষক বিল। এমএসপি ব্যবস্থা কেউ সরাতে পারবে না অথবা কৃষকদের থেকে কেউ তাঁদের জমি কেড়ে নিতে পারবে না। উন্মুক্ত হৃদয়ে কৃষকদের সঙ্গে কথা বলতে প্রস্তুত রয়েছে সরকার। শুক্রবারই প্রধানমন্ত্রী কিশান সম্মান নিধি যোজনার অধীনে পরবর্তী কিস্তি হিসেবে ৯ কোটিরও বেশি কৃষককে ১৮ হাজার কোটি টাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী। তার আগে অমিত শাহ বলেছেন, মোদীজি কৃষকদের সত্যিকারের বন্ধু।