গুয়াহাটি, ২৫ ডিসেম্বর (হি.স.) : যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে ২৬ ডিসেম্বর গুয়াহাটি ও বেঙ্গালুরুর মধ্যে একটি স্পেশাল ট্রেন (একমুখি) চালানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে উত্তরপূর্ব সীমান্ত (উপূসী) রেলওয়ে। এছাড়া হাবিবগঞ্জ ও আগরতলার মধ্যে সম্পূর্ণরূপে সংরক্ষিত তথা বিদ্যমান চলাচলের দিন, স্টপেজ, সময়সূচি ও গঠন সহ সাপ্তাহিক স্পেশাল ট্রেন পরিষেবা অব্যাহত রাখারও সিদ্ধান্ত গ্রহণ করেছে উপূসী রেল।
উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ জানিয়েছেন, ২৬ ডিসেম্বর থেকে সকাল ৬টা ২০ মিনিটে গুয়াহাটি থেকে ট্রেন নম্বর ০৫৬৯০ গুয়াহাটি-বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট স্পেশাল যাত্রা শুরু করবে এবং ২৮ ডিসেম্বর দুপুর দুটায় বেঙ্গালুরু ক্যান্টনমেন্ট পৌঁছবে। এই স্পেশাল ট্রেনটি রঙিয়া, নিউ বঙাইগাঁও, নিউ কোচবিহার, নিউ জলপাইগুড়ি, বারসোই জংশং, মালদা টাউন, রামপুরহাট, ডানকুনি, অন্ডাল, খড়গপুর জংশন, ভদ্রক, কটক, খুরদা রোড জংশং, পালাসা, বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া জংশং, পেরাম্বুর, কাটপাড়ি জংশং এবং বাঙ্গারাপেট স্টেশনে স্টপেজ দেবে।
তিনি আরও জানান, প্রত্যেক বুধবার হাবিবগঞ্জ থেকে রওয়ানা দেওয়ার জন্য নির্ধারিত ট্রেন হাবিবগঞ্জ-আগরতলা সাপ্তাহিক স্পেশালের পরিষেবা ১ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এবং প্রত্যেক শনিবার আগরতলা থেকে রওয়না দেওয়ার জন্য নির্ধারিত ট্রেনটির পরিষেবা ৩ জানুয়ারি থেকে ৩ এপ্রিল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এই ট্রেনগুলির ভাড়া, স্টপেজ ও সময়সূচির বিস্তারিত তথ্য আইআরসিটিসি-র ওয়েবসাইটে পাওয়া যাবে। যাত্রীদের ট্রেনে যাত্রা করার আগে এ সমস্ত বিবরণ দেখার জন্য এবং সংশ্লিষ্ট রাজ্য সরকারগুলির দ্বারা অধিসূচিত কোভিড-১৯-এর রীতিনীতি পালন করার জন্য অনুরোধ জানিয়েছেন তিনি।