নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি. স.): ইংল্যান্ড থেকে আসা যাত্রীবাহী বিমানের ওপর নিষেধাজ্ঞা জারি করার আবেদন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের কাছে করল কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রকের সচিব রাজেশ ভূষণ নিজের লেখা চিঠিতে আর্জি জানিয়েছেন যে অস্থায়ীভাবে ৩১ ডিসেম্বর পর্যন্ত ইংল্যান্ড থেকে আসা সমস্ত ধরনের যাত্রীবাহী বিমানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হোক। ২২ ডিসেম্বর মধ্যরাত থেকে এই নিষেধাজ্ঞা জারি করা উচিত। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আন্তর্জাতিক বিমানবন্দরে ইংল্যান্ড থেকে আসা বিমানের যাত্রীদের আর টি – পিসিআর পদ্ধতিতে পরীক্ষার ব্যবস্থা করতে হবে। যাদের শরীরে করোনা সংক্রমণ পাওয়া যাবে তাদেরকে প্রাতিষ্ঠানিক একান্ত বাসে থাকতে হবে। যাদের শরীরে করোনা সংক্রমণ মিলবে না তাদেরকেও সাত দিনের জন্য চিকিৎসকদের নিরীক্ষণে বাড়িতে একান্তবাসে থাকতে হবে। দ্রুততার সঙ্গে পরীক্ষার রিপোর্ট যাত্রীদের হাতে তুলে দিতে হবে। চিঠিতে এও উল্লেখ করা হয়েছে যে ভারতে করোনা পরিস্থিতি ক্রমশ স্বাভাবিক হয়ে আসছে। নতুন করে আক্রান্তের হার নিম্নমুখী। কিন্তু ইংল্যান্ডে করোনা যে জিন পরিবর্তন করেছে তাতে করে সেখানে সুপার স্প্রেডার হয়ে উঠেছে এই রোগটি। করোনা এই পরিবর্তিত রূপ যাত্রীদের শরীরের মাধ্যমে ছড়িয়ে না পড়তে পারে সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
উল্লেখ করা যেতে পারে চিঠিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের সচিব প্রদীপ সিং খারোলাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। উল্লেখ করা যেতে পারে এর আগে রাজস্থানের মুখ্যমন্ত্রী আশক গেহলট, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ইংল্যান্ড থেকে আসা বিমানের উপর নিষেধাজ্ঞা জারি করার আর্জি কেন্দ্রের কাছে জানিয়েছিল।