নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ডিসেম্বর৷৷ অভাব-অনটনের কারণে এবং রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য কমলাসাগর এর এক গৃহবধূ আত্মহত্যার পথ বেছে নিয়েছেন৷ গৃহবধুটির নাম মিনা সরকার৷জানা যায় দীর্ঘদিন ধরেই ওই গৃহবধূ নানা রোগে ভুগছিলেন৷
চিকিৎসার জন্য বিভিন্ন ক্ষুদ্র বিনিয়োগকারী সংস্থার কাছ থেকে প্রচুর অর্থ ঋণ নিয়েছেন৷ বর্তমানে ঋণের টাকা মিটিয়ে দেওয়ার ক্ষমতা নেই পরিবারটির৷ চিকিৎসার জন্য অর্থের সংকট দেখা দিয়েছে৷ ফলে চিকিৎসা করাতে পারছে না৷ একদিকে রোগ যন্ত্রণা ও অন্য দিকে ঋণের যন্ত্রণায় শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিয়েছে ওই গৃহবধূ৷
গৃহবধূর আত্মহত্যার সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠায়৷প্রাথমিকভাবে অস্বাভাবিক মৃত্যু জনিত একটি মামলা গ্রহণ করে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ গৃহবধূর আত্মহত্যার সংবাদ এ এলাকার জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷

