নয়াদিল্লি, ২১ ডিসেম্বর (হি. স.): রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের পর এবার দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও ইংল্যান্ডের সঙ্গে সমস্ত ধরনের যাত্রীবাহী বিমান পরিষেবা বাতিল করে দেওয়ার আর্জি কেন্দ্রীয় সরকারের কাছে জানিয়েছেন। ইংল্যান্ড থেকে আসা বিমানের ওপর নিষেধাজ্ঞার দাবি জানিয়েছেন তিনি।
ইংল্যান্ডে নতুন করে করোনার বাড়বাড়ন্ত। বিশেষজ্ঞদের মতে ইংল্যান্ডে করোনা তার চরিত্র বদল করে আরও ভয়ানক আকার ধারণ করেছে। ক্রমাগত সুপার স্প্রেডারের রূপ নিয়েছে করোনা সে দেশে। ইংল্যান্ডের প্রশাসনিক মহল থেকেও বিষয়টিকে ভয়াবহ আখ্যা দেওয়া হয়েছে। ভারতে যাতে এই ধরনের করোনা না আসতে পারে সেই জন্য যাত্রীবাহী বিমান পরিষেবা বাতিল করার আর্জি জানিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নিজের টুইট বার্তায় অরবিন্দ কেজরিওয়াল লিখেছেন, নতুন ধরনের করোনাভাইরাস দেখা দিয়েছে ইংল্যান্ডে। যা সুপার স্প্রেডারে পরিণত হয়েছে। ইংল্যান্ড থেকে আসা সমস্ত ধরনের বিমান অবিলম্বে বাতিল করে দেওয়া হোক।
উল্লেখ করা যেতে পারে, এদিন সকালে একই কথা জানিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। পরিস্থিতি মোকাবিলা করার জন্য ভারতের চিকিৎসা ব্যবস্থাকে প্রস্তুত করে রাখার আহ্বান জানিয়েছেন তিনি।