আগরতলা, ১৯ ডিসেম্বর (হি.স.)৷৷ স্ত্রী খুনের দায়ে পৃথক দুই মামলায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছে আদালত৷ তবে ব্যতিক্রমী বিষয় হল, একটি ঘটনায় আসামির বাবা পুত্রবধূকে খুনের জন্য ছেলের বিরুদ্ধে থানায় মামলা করেছিলেন৷ পরে অবশ্য আদালতে তিনি নিজের বয়ান পাল্টে ফেলেন৷ আজ শনিবার গোমতি জেলা ও দায়রা জজ আদালত এবং খোয়াই জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ওই দুটি রায় দিয়েছেন৷
প্রসঙ্গত, গোমতি জেলার অমরপুর মহকুমার রাঙামাটি এলাকার বাসিন্দা সঞ্জিত দাস ২০১৮ সালের ২৫ সেপ্ঢেম্বর রাত আনুমানিক ১০টা নাগাদ স্ত্রী ভুলুরানি দাসকে প্রচণ্ড মারধর করেন৷ তাতে তিনি গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ ওই ঘটনায় সঞ্জিত দাসের বাবা মনোরঞ্জন দাস অমরপুর থানায় ছেলের বিরুদ্ধে বধূ হত্যার অভিযোগ দায়ের করেন৷ পুলিশ মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে এবং সঞ্জিত দাসকে গ্রেফতারের পর আদালতে সোপর্দ করে৷ সময় মতো তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ আদালতে চার্জশিট জমা দেয়৷ দীর্ঘ শুনানি এবং সাক্ষ্য গ্রহণের পর আদালত সঞ্জিত দাসকে দোষী সাব্যস্ত করে এবং ভারতীয় দন্ডবিধি ৩০৪ (১) ধারায় যাবজ্জীবন কারাদণ্ড সাথে ১০ হাজার জরিমানা করেন৷ অনাদায়ে আরও ৬ মাসের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন৷ পাশাপাশি ৪৯৮ (এ) ধারায় ৩ বছরের কারাদণ্ডের আদেশ ও ৫ হাজার টাকা জরিমানা করেন আদালত৷ সরকারি আইনজীবী জানিয়েছেন, সমস্ত সাজা একত্রে চলবে৷
এদিকে, স্ত্রী-কে খুনের দায়ে সিআরপিএফ জওয়ানের যাবজ্জীবন কারাবাস হয়েছে৷ ২০১৭ সালের ৬ এপ্রিল খোয়াই জেলার তেলিয়ামুড়া মহকুমার গৌরাঙ্গটিলা এলাকার বাসিন্দা সিআরপিএফ জওয়ান অখিল দাস স্ত্রী সীমা দাসকে খুন করে আত্মহত্যা প্রমাণের চেষ্টা করেছিলেন৷ কিন্তু মৃতের বাবা-মা তা বিশ্বাস করেননি এবং জামাতার বিরুদ্ধে থানায় মামলা করেন৷ মৃতার বাবা স্বপন দাসের বক্তব্য স্ত্রীকে খুন ফাঁসিতে আত্মহত্যার নাটক সাজানো হয়েছিল৷ পুলিশের তদন্তে তার মেয়েকে খুন করা হয়েছে তার প্রমাণ মিলেছে৷ কারণ ময়না তদন্তের রিপোর্টে খুন প্রমাণিত হয়েছে৷ আদালত তাই অখিল দাসকে সাজা দিয়েছে৷
ওই মামলায় পুলিশ প্রথমে অভিযুক্ত অখিল দাসকে গ্রেফতার করেছিল৷ কিন্তু, পরবর্তী সময়ে তিনি জামিনে ছাড়া পান৷ এদিকে, পুলিশ ওই ঘটনায় তদন্ত করে আদালতে চার্জশিট জমা দেয়৷ দীর্ঘ শুনানি এবং সাক্ষ্য গ্রহণের পর আদালত অখিল দাসকে দোষী সাব্যস্ত করেছে৷ ওই মামলায় ২৬ জন সাক্ষী দিয়েছিলেন৷ খোয়াই জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আজ স্ত্রী খুনের রায়ে অখিল দাসকে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন৷ সাথে তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত৷ অনাদায়ে আরও এক বছরের হাজতবাসের রায় দেন বিচারক৷

