BRAKING NEWS

কৃষি আইন নিয়ে ভুল বোঝানো হচ্ছে, কৃষক স্বার্থেই সংস্কার : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর (হি.স.): হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে কৃষকদের বিভ্রান্ত করবেন না। বিরোধীদের কাছে এই অনুরোধ রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার ভিডিও কনফারেন্সিং মারফত মধ্যপ্রদেশের রাইসেন-এ ‘কিশান কল্যাণ’ অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেছেন, ‘হাত জোড় করে সমস্ত রাজনৈতিক দলের কাছে অনুরোধ করছি, দয়া করে সমস্ত কৃতিত্ব রাখুন। আমি কৃষকদের জীবনে স্বাচ্ছন্দ্য চাই, কৃষকদের অগ্রগতি এবং কৃষিতে আধুনিকতা চাই আমি।’ সমস্ত রাজনৈতিক দলের কাছে অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘কৃষকদের বিভ্রান্ত করা বন্ধ করা উচিত রাজনৈতিক দলগুলির। কৃষি আইন বাস্তবায়নের পর ৬-৭ মাস হয়ে গিয়েছে, কিন্তু এখন হঠাৎ করে মিথ্যে বলে রাজনীতি করা হচ্ছে।’ নূন্যতম সহায়ক মূল্য বা এমএসপি সম্পর্কে প্রধানমন্ত্রী জানান, এমএসপি নিয়ে আমাদের সরকার অত্যন্ত উদ্বিগ্ন।  


প্রধানমন্ত্রী এদিন আরও জানান, কৃষি আইন নিয়ে ভুল বোঝানো হচ্ছে। কৃষকদের স্বার্থেই এই সংস্কার করা হয়েছে। দেশের কৃষিক্ষেত্র এবং কৃষকরা পিছিয়ে থাকবে, এটা হয় না। তাই গত ৬ বছর ধরে কৃষক এবং কৃষিক্ষেত্রে নানা সমস্যার কথা বিবেচনা করেই সরকার সেই কাজ করেছে। তবে কৃষি আইন নিয়ে যে ধারণা তৈরি হয়েছে কৃষকদের মনে, তা থেকে বেরিয়ে আসা উচিত বলেই মনে করেন তিনি। মোদী বলেন, ন্যূনতম সহায়ক মূল্য নিয়ে একটা ভীতি তৈরি হয়েছে কৃষকদের মধ্যে। কিন্তু সরকার তাঁদের আশ্বাস দিচ্ছে সহায়ক মূল্য যেমন আগে ছিল তেমনই থাকবে। এটা তুলে নেওয়া হচ্ছে না। এ নিয়ে অহেতুক ভয় পাওয়ার কোনও কারণ নেই।’ মান্ডি ব্যবস্থার প্রসঙ্গও তুলে ধরেন মোদী। তাঁর কথায়, “কৃষকদের হাতে বিকল্প ব্যবস্থা তুলে দেওয়া হয়েছে। তাঁরা মনে করলে মান্ডিতে তাঁদের ফসল বিক্রি করতে পারেন। যদি সেখানে বিক্রি করতে না চান তাঁরা বাইরেও বিক্রি করতে পারেন। এ ক্ষেত্রে কৃষকদের খোলা ছুট দেওয়া হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *