ঢাকা, ১৮ ডিসেম্বর (হি.স.): বাংলাদেশে আপাতত খুলছে না শিক্ষা প্রতিষ্ঠান। শুক্রবার বাংলাদেশের শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণের কারণে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ে দেশের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। শীতে করোনার প্রকোপ বাড়তে পারে, তাই ১৬ জানুয়ারি পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী আক্রান্ত হওয়ার পর ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দফায় দফায় ১৯ ডিসেম্বর পর্যন্ত ছুটি বাড়ানো হয়। বন্ধের মধ্যেও প্রাথমিক ও মাধ্যমিক স্তরে টিভিতে ক্লাস সম্প্রচার করা হচ্ছে। আর উচ্চ মাধ্যমিক এবং উচ্চ শিক্ষাস্তরে অনলাইনে ক্লাস পরিচালনা করছে শিক্ষা প্রতিষ্ঠানগুলি। করোনার জন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কারণে এ বছর প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী, অষ্টমের সমাপনী ছাড়াও এইচএসসি পরীক্ষা বাতিল করা হয়েছে। জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে এইচএসসির ফল প্রকাশের সিদ্ধান্ত হলেও অন্যান্য শ্রেণিগুলিতে পরীক্ষা ছাড়া পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করা হবে।