কলমচৌড়ায় নাবালিকাকে শ্লীলতাহানি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ সোনামুড়া মহকুমার কলমচৌড়া থানা এলাকায় এক নাবালিকাকে শ্রীলতাহানির গুরুতর অভিযোগ উঠেছে৷সংবাদ সূত্রে জানা গেছে প্রতিবেশী যুবক সুমণ দেব ওই নাবালিকাকে বাড়ির পেছনদিকে নিয়ে শ্রীলতাহানি করে৷ দিব্যাঙ্গ নাবালিকাকে ধর্ষণের চেষ্টাও করেছে৷


দিব্যাঙ্গ নাবালিকাকে বিষয়টি তার মা এবং বাবার কাছে জানায়৷নাবালিকার পরিবারের তরফ থেকে এ ব্যাপারে অভিযুক্ত সুমন দেবের বিরুদ্ধে কলম চওড়া থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷

ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে৷দিব্যাঙ্গ নাবালিকার শ্লীলতাহানির ঘটনায় জড়িত যুবক সুমন দেবের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য স্থানীয় জনগণের তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷ এই ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ এই ঘটনাকে ন্যাক্কারজনক ঘটনা বলে এলাকাবাসী অভিহিত করেছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *