নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ ডিসেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বলদাখাল রোডে বুধবার সকালে একটি বাইক দুর্ঘটনার কবলে পড়ে৷তাতে বাইকের চালক এবং অপর এক আরোহী গুরুতরভাবে আহত হয়৷ ঘন কুয়াশার কারণেই বাইকটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে বলে জানা গেছে৷
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন৷ খবর পাঠানো হয় দমকল বাহিনীকে৷ খবর পেয়ে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে৷ দুর্ঘটনাস্থল থেকে আহত ২ যুবককে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জিবি হাসপাতালে৷ বর্তমানে তারা জিবি হাসপাতালে চিকিৎসাধীন৷

