একমত সমস্ত রাজনৈতিক দল, এবার বসছে না শীতকালীন অধিবেশন

নয়াদিল্লি, ১৫ ডিসেম্বর (হি.স.): ভারতে করোনাভাইরাসের প্রকোপ এখনও থামেনি। মৃত্যুর পাশাপাশি দৈনিক সংক্রমণও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। মঙ্গলবারই ভারতে ৯৯-লক্ষের কাছাকাছি পৌঁছে গিয়েছে করোনা-সংক্রমণ। করোনা-প্রকোপে তাই এবার বসছে না সংসদের শীতকালীন অধিবেশন। এ বিষয়ে একমত সমস্ত রাজনৈতিক দলও। কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি জানিয়েছেন, সব দলই এ বারের শীতকালীন অধিবেশন বাতিল করার বিষয়ে একমত হয়েছে। যাতে করোনা সংক্রমণ কোনওভাবে ছড়িয়ে পড়তে না পারে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে সংসদ সরাসরি জানুয়ারি মাসে বাজেট অধিবেশন খুলবে।


লোকসভার বিরোধী দলনেতা অধীররঞ্জন চৌধুরী কৃষি আইন নিয়ে অধিবেশনে আলোচনা চেয়েছিলেন। জবাবি চিঠিতে কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি জানান, মহামারী নিয়ে উদ্বেগ প্রকাশ করে, সমস্ত দল এ বারের শীতকালীন অধিবেশন বাতিল করার বিষয়ে একমত হয়েছে। তারপর সিদ্ধান্ত হয়েছে করোনা সংক্রমণ রুখতে এ বারের শীতকালীন অধিবেশন বাতিল করা হবে। একেবারে জানুয়ারিতে বসবে বাজেট অধিবেশন।