ডিমাপুর (নাগাল্যান্ড), ১৪ ডিসেম্বর (হি.স.) : ডিমাপুরে আসাম রাইফেলস-এর অভিযানে ন্যাশনাল সোশালিস্ট কাউন্সিল অব নাগাল্যান্ড (এনএসসিএন)-এর খাঙ্গো গোষ্ঠীর এক দুর্ধর্ষ ক্যাডার ধরা পড়েছে। তার হেফাজত থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্রও বাজেয়াপ্ত করেছে আসাম রাইফেল-এর অভিযানকারী দল।
এক টুইট বার্তায় এই খবর দিয়েছেন আসাম রাইফেলস কর্তৃপক্ষ। টুইটে জানানো হয়েছে, গত ১১ ডিসেম্বর নাগাল্যান্ড পুলিশের দল নিয়ে আসাম রাইফেলস-এর জওয়ানরা অভিযান চালিয়ে ধৃত এনএসসিএন (খাঙ্গো) ক্যাডারের হেফাজত থেকে একটি একে-৪৭ রাইফেল, একটি .৩০৩ রাইফেল, দুটি ম্যাগাজিন, বেশ কয়েক রাউন্ড সক্রিয় গুলি বাজেয়াপ্ত করা হয়েছে। সে এলাকায় উগ্রপন্থী সংগঠনের শক্তি বৃদ্ধির কাজে নিয়োজিত ছিল।

