নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১২ ডিসেম্বর৷৷ মোদী সরকারের অ্যাক্ট-ইস্ট নীতি ত্রিপুরার চেহারা বদলে দিচ্ছে৷ দক্ষিণ জেলায় শিল্পনগরী স্থাপনের কাজ জোরকদমে চলছে৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব জোর গলায় বলেন, সাব্রুমে উত্তর-পূর্বাঞ্চলের অত্যাধুনিক শিল্পনগরী গড়ে উঠছে৷ তাতে আগামী দিনে কর্মসংস্থানের স্বপ্ণকে বাস্তব রূপ মিলবে৷ সাথে যোগ করেন, বাংলাদেশের সাথে সড়কপথে যোগাযোগ স্থাপনে সাব্রুমে মৈত্রী সেতুর নির্মাণ কাজ ডিসেম্বরের অন্তিম সপ্তাহের মধ্যে সমাপ্ত হয়ে যাবে৷ এই সেতুটি নির্মাণের ফলে দু-দেশের সম্পর্ক আরও মজবুত হবে৷ এছাড়া ব্যবসা আরও বাড়বে, বলেন তিনি৷ কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে আজ ১৯৯৬ সালের কল্যাণপুর বাজার কলোনীর গণহত্যার ২৪ বছর পূর্তি উপলক্ষে শহীদ মরণে শ্রদ্ধাঞ্জলি ও সমাবেশের আয়োজন করা হয়৷ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷
মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এদিন বলেন, দীর্ঘদিন ধরে ত্রিপুরায় নতুন চিন্তার বহিঃপ্রকাশ কেউ দেখেননি৷ ফলে রাজ্যের অগ্রগতি আশানুরূপ হয়নি৷ তিনি নিশানা করে বলেন, ত্রিপুরায় বামফ্রন্ট সরকার কেবল কেন্দ্রের নিন্দা জানাতে ব্যস্ত ছিল৷ কিন্তু, মোদী সরকারের অ্যাক্ট-ইস্ট নীতির কোনও সুবিধা নিতে ব্যর্থ হয়েছে৷ অন্যদিকে, ত্রিপুরায় বিজেপির নেতৃত্বে নতুন সরকার উন্নয়নকে দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাচ্ছে৷
তিনি বলেন, কেন্দ্রীয় সরকার উত্তরপূর্বের অগ্রগতির জন্য সমস্ত রকম সহায়তা করছে৷ রাজ্যগুলিকে কেবল তার সুবিধা নিতে হবে৷ তাঁর বক্তব্য, ত্রিপুরার দক্ষিণ জেলায় একটি অত্যাধুনিক শিল্পনগরী নির্মিত হচ্ছে৷ কেন্দ্র থেকে ইতিমধ্যে লজিস্টিক হাব-এর জন্য ১৪০ কোটি টাকা পাওয়া গেছে৷ মুখ্যমন্ত্রীর মতে, সাব্রুমে একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের সাথে সাথে কর্মসংস্থান বৃদ্ধি পাবে এবং ত্রিপুরার অগ্রগতি হবে৷
বিপ্লব দেব বলেন, একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চলের জন্য রেলওয়ে গুডস স্টেশন, যা বহু কিলোমিটার দীর্ঘ নির্মিত হচ্ছে৷ এই স্টেশনটি নির্মিত হলে পণ্য আমদানি ও রফতানিতে ব্যাপকভাবে সহায়তা মিলবে৷ তিনি আশ্বস্ত করেন, প্রগতির প্রশ্ণে নতুন শিল্প স্থাপনে ত্রিপুরা সরকার পাঁচ বছরের জন্য জিএসটি-তে ছাড় দেবে৷ এছাড়া, বিদ্যুৎ বিলে ৫০ শতাংশ ভরতুকি দেওয়া হবে৷ তাঁর সাফ কথা, ত্রিপুরার অগ্রগতির জন্য সরকার প্রয়োজনীয় সমস্ত পদক্ষেপ গ্রহণ করবে৷ দেশের উন্নত রাজ্যের তালিকায় ত্রিপুরার নাম লিপিবদ্ধ করার চ্যালেঞ্জ নেওয়া হয়েছে৷

