পাটনা, ১৩ ডিসেম্বর (হি. স.): কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বিহারের বৈশালী জেলার মণীশ কুমারকে যশবন্ত রাও কেলকার যুব পুরস্কার ২০২০ সম্মানে ভূষিত করা হবে। আগামী ২৬ ডিসেম্বর নাগপুরে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর ৬৬ তম সম্মেলনে তার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার স্বরূপ তিনি পাবেন এক লক্ষ টাকা, মানপত্র এবং স্মারক।
বিদ্যার্থী পরিষদের আঞ্চলিক নেতা (বিহার- ঝাড়খন্ড) নিখিল রঞ্জন জানিয়েছেন তরুণ প্রজন্মকে কৃষিক্ষেত্রে উৎসাহিত করার জন্য এবং জৈব চাষ ও অন্যান্য পদ্ধতিতে কৃষি কাজ করে উন্নতি সাধনের লক্ষ্যে উৎসাহিত করার জন্য এই পুরস্কার দেওয়া হয় প্রতি বছর।
সামাজিক কাজকর্মের যারা বিশেষ অবদান রাখে এবং গ্রামীণ উন্নয়নের স্বপক্ষে যারা তাদেরকে এই পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়। উল্লেখ করা যেতে পারে যশবন্ত রাও কেলকারের স্মরণে এই পুরস্কার ১৯৯১ সাল থেকে দিয়ে আসা হচ্ছে। প্রতিবছর এই পুরস্কার যৌথভাবে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এবং বিদ্যার্থী নিধি ট্রাস্ট দিয়ে থাকে। পুরস্কার প্রাপক মণীশ কুমারকে ইতিমধ্যেই অভিনন্দন জানিয়েছেন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এর জাতীয় সভাপতি সুভাইয়া সম্মুগাম, সাধারণ সম্পাদক নিধি ত্রিপাঠি, সংগঠনের বিহার রাজ্য সভাপতি শৈলেশ্বর প্রসাদ, ঝাড়খন্ড রাজ্য সভাপতি পঙ্কজ কুমার।
উল্লেখ করা যেতে পারে মণীশ কুমার আই আইটি খড়গপুর থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ২০১০ সালে। মার্কিন যুক্তরাষ্ট্রে চাকরি পাওয়া সত্ত্বেও তিনি যে গ্রামে ফিরে আসেন। যুবকদের উত্থানের জন্য এবং কৃষকদের অগ্রগতির জন্য তিনি কাজ করে যান। জৈব চাষের ওপর তিনি বিশেষ গুরুত্ব দিয়েছেন। বি টু নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গড়ে তুলেছেন। বর্তমানে তার কাজের ব্যাপ্তি ঝাড়খন্ড, উড়িষ্যা, বিহারে ছড়িয়ে গিয়েছে। তার এই উদ্যোগ থেকে উপকৃত হয়েছে পাঁচ হাজার কৃষক। ৭৫ বেশি আদিবাসী আদিবাসী যুবক প্রশিক্ষিত হয়েছে।