নয়াদিল্লি, ১৩ ডিসেম্বর (হি.স.): করোনায় আক্রান্ত বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা । রবিবার তাঁর শরীরে করোনা সংক্রমণ ধরা পড়েছে। সংক্রামিত হওয়ার বিষয়টি নাড্ডা এদিন নিজেই টুইটে জানিয়েছেন।
রবিবার বিকেলের দিকে হিন্দিতে একটি টুইটবার্তায় নড্ডা বলেন, ‘করোনার প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় আমি টেস্ট করেছিলাম এবং রিপোর্ট পজিটিভ এসেছে। আমার শরীর ঠিক আছে এবং চিকিৎসকদের পরামর্শ মতো বাড়িতেই নিভৃতবাসের যাবতীয় নিয়মকানুন পালন করছি। আমার অনুরোধ, গত কয়েকদিনে যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন, তাঁরা দয়া করে নিজেদের আলাদা পরীক্ষা করিয়ে নিন।’
উল্লেখ্য, বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগণার ডায়মন্ড হারবারের শিরাকোলে বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কনভয়ে হামলা হয়। যার জেরে তৃণমূল-বিজেপি চাপানউতোর শুরু হয়। এরাজ্যে সফরে এসে নাড্ডা দলের বিভিন্ন সভায় অংশ নেন। প্রচুর মানুষের সংস্পর্শেও এসেছেন তিনি।
এর আগেও বিজেপির একাধিক শীর্ষস্থানীয় করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত হয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, বঙ্গে বিজেপির সভাপতি দিলীপ ঘোষ-সহ একাধিক নেতারা।