নয়াদিল্লি, ১০ ডিসেম্বর (হি. স.): পূর্ব লাদাখে চিনা আগ্রাসনের পর থেকে ভারত ক্রমাগত নিজের সামরিক শক্তি বাড়িয়ে চলেছে। এরইমধ্যে বন্ধুরাষ্ট্র জাপানের সঙ্গে সামরিক গাঁটছড়া আরো বেশি সুদৃঢ় করতে অঙ্গীকারবদ্ধ ভারত। সেই লক্ষ্যে দুই দেশের মধ্যে সামরিক মহড়া আরও বাড়ানো হবে। ভারত সফররত জাপানের এয়ার সেল্ফ ডিফেন্স ফোর্স (জাপানি বায়ুসেনা) এর চিফ অফ স্টাফ ইজুতসু সুঞ্জি সঙ্গে বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠক করেন ভারতের বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদুরিয়া।
দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে যৌথ মহড়া, প্রশিক্ষণ সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। ভারতীয় বায়ুসেনা তরফ থেকে বিবৃতি জারি করে জানানো হয়েছে দুই দেশের মধ্যে সামরিক মহড়া ও প্রশিক্ষণ ছাড়া বিপর্যয়ের সময় ঝাঁপিয়ে পড়া এবং বিভিন্ন মানবিক সংকট এর সময় ঐক্যবদ্ধভাবে কাজ করার নিয়েও আলোচনা হয়েছে। পাশাপাশি দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সাম্প্রতিক সময়ে সম্পর্কের যে উন্নতি হয়েছে তাও বৈঠকে উঠে এসেছে। দুুুই দেশ যেভাবে করোনা সঙ্কটে কাজ করে গিয়েছে সামরিক ক্ষেত্রে তা প্রশংসনীয়।
উল্লেখ করা যেতে পারে, সম্প্রতি মালাবার উপকূলে অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র সঙ্গে যৌথ সামরিক মহড়া করে জাপান ও ভারত। এরপর জাপানি বায়ু সেনা প্রধানের ভারতের সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সামরিক বিশেষজ্ঞরা।