আগরতলা, ৯ ডিসেম্বর (হি. স.)৷৷ ফের ত্রিপুরায় আগুনে পুড়ল দোকান৷ আগরতলার বর্ডার গোলচক্কর বাজারে গতকাল মধ্যরাতে আগুনে চারটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে৷ এ-নিয়ে গত কয়েকদিনের মধ্যে আগরতলায় আরও তিনটি স্থানে অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ দুই ঘটনায় বাজারে আগুন লেগে দোকান পুড়েছে৷ ঘন ঘন বাজারে অগ্ণিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সদর মহকুমাশাসক অসীম সাহা৷ তিনি বাজার কমিটিগুলিকে নৈশকালীন পাহারার বন্দোবস্ত করার পরামর্শ দিয়েছেন৷
আজ বুধবার সকালে বাজার পরিদর্শন করেছেন সদর মহকুমাশাসক অসীম সাহা৷ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, গতকাল রাত আনুমানিক আড়াইটা-তিনটা নাগাদ বর্ডার গোলচক্কর বাজারে চারটি দোকানে আগুন লেগেছিল৷ তার মধ্যে তিনটি মুদি ও একটি রঙের দোকান রয়েছে৷ চারটি দোকানই পুড়ে ছাই হয়ে গেছে৷ তিনি জানান, ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে৷ তবে, একটি দোকানেও বিমা ছিল তা দোকান-মালিকদের কাছে জানা গিয়েছে৷
সদর মহকুমাশাসকের কথায়, মুখ্যমন্ত্রী স্ব-নির্ভর যোজনায় বিনামূল্যে বিমার সুবিধা পাওয়া যাচ্ছে৷ ব্যবসা করার বৈধ কাগজ থাকলে ওই যোজনায় আবেদন করা যাবে৷ তাতে এ-ধরনের ক্ষয়ক্ষতির ফলে আর্থিক লোকসানের হাত থেকে রক্ষা হবে৷ তাঁর দাবি, বাজারের সমস্ত ব্যবসায়ীকে বিমা করার পরামর্শ দিয়েছি৷ তার জন্য শীঘ্র বাজারগুলিতে গণ-বিমা করার জন্য শিবিরের আয়োজন করা হবে৷ এদিন প্রাথমিক ক্ষতিপূরণ হিসেবে ৫০০০ টাকা করে প্রত্যেক দোকানদারকে দিয়েছেন মহকুমাশাসক৷ ক্ষয়ক্ষতি নিরূপণ হওয়ার পর এসডিআরএফ তহবিল থেকে ক্ষতিপূরণ মিটিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি৷ এদিকে, স্থানীয় বিধায়ক সুরজিৎ দত্ত বাজার পরিদর্শন করেছেন৷ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন তিনি৷
এদিন অসীমবাবু ঘন ঘন বাজারে অগ্ণিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন৷ তিনি বলেন, গত কয়েকদিনের মধ্যে তিনটি স্থানে অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটেছে৷ মঠ চৌমুহনি বাজার, প্রতাপগড় বাজার এবং অভয়নগরে অগ্ণিকাণ্ডে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে৷ ফলে ওই সব ঘটনা নাশকতামূলক নাকি শর্ট সার্কিট থেকে সংঘটিত হয়েছে তার কারণ খুঁজে বের করা খুবই জরুরি৷ তিনি বাজার কমিটিগুলিকে পরামর্শ দিয়ে বলেন, সমস্ত বাজারে নৈশকালীন পাহারার বন্দোবস্ত করা হোক৷ তাতে অন্তত সময় মতো ব্যবস্থা নেওয়া সম্ভব হবে৷