ট্রেনের ধাক্কায় পানিসাগরে মর্মান্তিক মৃত্যু হল কৃষকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ ডিসেম্বর৷৷ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমার পানিসাগর থানা এলাকার বিলথৈ বাজার সংলগ্ণ এলাকায় শিলচর থেকে আগরতলা গামী ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে এক বৃদ্ধ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে মৃত কৃষকের নাম রবীন্দ্র নাথ৷


জানা যায় ওই কৃষক জমির ধান কেটে ধান নিয়ে বাড়িতে ফিরছিলেন৷ তিনি যখন রেললাইন পার করছিলেন তখন লক্ষ্য করেননি যে ট্রেনটি লাইন দিয়ে আসছে৷ তার অলক্ষ্যেই ট্রেন চলে এসে তাকে ধাক্কা দেয়৷ তাতে ঘটনাস্থলেই ধানের বোঝা নিয়ে ছিটকে পড়ে ওই কৃষক৷ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন৷ খবর পাঠানো হয় পানিসাগর থানার পুলিশ এবং দমকল বাহিনীকে৷খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে বৃদ্ধ কৃষককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷


কিন্তু শেষ রক্ষা করা যায়নি৷ কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন৷ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে বৃদ্ধ কৃষকের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷ পুলিশ এবং আরপিএফ জওয়ানরা ঘটনার তদন্ত শুরু করেছে৷প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে ওই বৃদ্ধ কৃষক কানে কিছুটা কম শোনেন৷ সে কারণেই ট্রেনের শব্দ তিনি শুনতে পাননি৷ তাতেই বিপত্তি ঘটেছে৷