দূর্ঘটনায় গুরুতর আহত চার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ ডিসেম্বর৷৷ বিশালগড় বাইপাস রোডে মারুতি এবং জলের ট্যাংকারের সংঘর্ষে চারজন গুরুতরভবে আহত হয়েছেন৷ সংবাদ সূত্রে জানা গেছে একটি মারুতি গাড়ি উদয়পুর এর উদ্দেশ্যে যাত্রী নিয়ে যাচ্ছিল৷ মারুতি গাড়ির পেছনদিকে আসছিল জলের ট্যাঙ্কার গাড়িটি৷ দ্রুতবেগে এসে জলের ট্যাঙ্ক কার্ডটি মার দিকে থেকে পেছন দিক দিয়ে সজোরে ধাক্কা দেয়৷তাতে যাত্রীবাহী মারুতি গাড়ি দুমড়ে-মুচড়ে যায়৷ মারুতি গাড়িতে থাকা ৪ জন যাত্রী গুরুতর ভাবে আহত হন৷

দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে যান৷ খবর পাঠানো হয় আমতলী থানার পুলিশ এবং দমকল বাহিনীকে৷খবর পেয়ে পুলিশ এবং দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে৷দুর্ঘটনাস্থল থেকে আহত চারজনকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷আহতদের মধ্যে একজনের অবস্থা খুবই আশঙ্কাজনক বলে জানা গেছে৷প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন জলের ট্যাংকের চালকের অসাবধানতা এবং দ্রুতগামী তার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷

স্থানীয় জনগণের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ এ ব্যাপারে একটি সুনির্দিষ্ট মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ পুলিশ ঘটনাস্থল থেকে দুটি গাড়ি আটক করেছে৷ স্থানীয় জনগণ জানিয়েছেন বাইপাস রোডে বর্তমানে খাদ খন্দরে পরিণত হয়েছে৷ তদুপরি যানবাহন দ্রুতবেগে চলাচল করে৷ তাতে প্রায়ই দুর্ঘটনা ঘটে চলেছে৷অবিলম্বে বাইপাস রোড সংস্কার করা এবং যানবাহনের গতি নিয়ন্ত্রণের ব্যবস্থা করার জন্য স্থানীয় জনগণ প্রশাসনের কাছে দাবি জানিয়েছে৷