BRAKING NEWS

১১ ডিসেম্বর দেশজুড়ে চিকিৎসক ধর্মঘটের ডাক

কলকাতা, ৩ ডিসেম্বর ( হি স): যত সময় বাড়ছে ততই আতঙ্ক বাড়াচ্ছে অদৃশ্য ভাইরাস করোনা । করোনা কাঁটায় নাজেহাল শহর । এরই মাঝে দেশজুড়ে চিকিৎসক ধর্মঘটের ডাক । আগামী ১১ ডিসেম্বর দেশজুড়ে ধর্মঘটের ডাক দিচ্ছে চিকিৎসকরা।


আয়ুর্বেদিক চিকিৎসকদের অস্ত্রোপচারের অনুমতি দেওয়ার কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রতিবাদে ১১ ডিসেম্বর শুক্রবার দেশব্যাপী ১২ ঘণ্টা চিকিৎসক ধর্মঘটের ডাক দিল সর্বভারতীয় ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন (আইএমএ)। ওইদিন সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই ধর্মঘট চলবে। নন কোভিড চিকিৎসার ক্ষেত্রে এই ধর্মঘট লাগু হবে বলে তারা এক বিবৃতিতে জানিয়েছে। যে কোনও ইমার্জেন্সি, চোট-আঘাত, প্রসব ইত্যাদি পরিষেবা এবং আইসিইউ, আইটিইউ ইত্যাদি জরুরি পরিষেবা ধর্মঘটের বাইরে থাকবে। সমস্ত সরকারি-বেসরকারি হাসপাতালের আউটডোরে ধর্মঘট হবে। ওইদিন পরিকল্পিত অপারেশন বা ইলেকটিভ সার্জারি হবে না। মেডিক্যাল কলেজগুলির শিক্ষক চিকিৎসক, সরকারি চিকিৎসক, রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন, ডাক্তারি পড়ুয়াদের সংগঠন, হাসপাতালগুলির সংগঠন, বিভিন্ন নার্সিং সংগঠনকে এই ধর্মঘটে শামিল হওয়ার আহ্বান জানিয়েছে আইএমএ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *