নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.) : সম্মতি দিয়েছেন কংগ্রেসের অন্তর্বর্তী সভানেত্রী সোনিয়া গান্ধী। তাই ভারতীয় যুব কংগ্রেসের সভাপতি নিযুক্ত হলেন বি ভি শ্রীনিবাস। বুধবারই বি ভি শ্রীনিবাসকে ভারতীয় যুব কংগ্রেসের সভাপতি নিযুক্ত করা হয়েছে। কংগ্রেস নেতা কে সি বেণুগোপালের ইস্যু করার সর্বভারতীয় কংগ্রেস কমিটির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বি ভি শ্রীনিবাসকে ভারতীয় যুব কংগ্রেসের সভাপতি নিযুক্ত করেছেন সভানেত্রী সোনিয়া গান্ধী।
প্রসঙ্গত, ২০১৯ সালের জুলাই মাসে ভারতীয় যুব কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভাপতি নিযুক্ত করা হয়েছিল বি ভি শ্রীনিবাসকে। আগস্ট মাস থেকেই দায়িত্ব পালন করছিলেন তিনি। বুধবার থেকে পূর্ণ দায়িত্ব দেওয়া হল শ্রীনিবাসকে।