নয়াদিল্লি, ২ ডিসেম্বর (হি.স.): দিল্লির সীমান্তবর্তী এলাকাগুলিতে কৃষক আন্দোলন অব্যাহত। মঙ্গলবার দিল্লির বিজ্ঞানভবনে কৃষক নেতাদের সঙ্গে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী ও রেলমন্ত্রীর বৈঠক হওয়ার পরেও নির্ণয় কোন সমাধান সূত্র বেরিয়ে আসেনি। গোটা পরিস্থিতি পর্যালোচনা করতে বুধবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনে গিয়ে বৈঠকে বসেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
মঙ্গলবার ৩২টি কৃষক সংগঠনের সঙ্গে বৈঠক করে বেরিয়ে এসে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর দাবি করেন, ‘বৈঠক ভালো হয়েছে। ৩ ডিসেম্বর ফের বৈঠকে বসা হবে।’ গুরুত্বপূর্ণ বৈঠক করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর, রেলমন্ত্রী পীযূষ গোয়েল। এর আগে অমিত শাহ বিক্ষোভরত কৃষকদের কোন ‘স্ট্রাকচার্ড’ এলাকায় গিয়ে আন্দোলন করার কথা বলেন। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই দাবি খারিজ করে দেয় কৃষকরা।