অনুষ্ঠিত হল আমরা ১০৩২৩ এর কনভেনশন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩০ নভেম্বর৷৷ সোমবার আগরতলা টাউন হলে আমরা ১০,৩২৩ শিক্ষক সংগঠনের এক রাজ্য ভিত্তিক কনভেনশন অনুষ্ঠিত হয়৷ কনভেনশনে উপস্থিত সংগঠনের কনভেনার ডালিয়া দাস জানান, আগামী ২ ডিসেম্বর রাজ্যের মুখ্যমন্ত্রী দু’’মাসের আশ্বাস উত্তীর্ণ হবে৷

এখন পর্যন্ত চাকরীচ্যুত শিক্ষকদের স্থায়ী সমাধান নিয়ে সরকারের কোনো রকম পদক্ষেপ নেই৷ সুতরাং আগামী ৩ ডিসেম্বর থেকে রাজ্যে কি বৃহত্তর আন্দোলন অনুষ্ঠিত হতে চলেছে তার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে এই কনভেনশন অনুষ্ঠিত করা হয়েছে৷ তবে সে আন্দোলন হবে বৃহত্তর আন্দোলন বলে জানান তিনি৷ আর সবটাই হবে চাকরিচ্যুতদের সহায়ী সমাধান এবং মৃতের চাকরিচ্যুত পরিবারের চাকুরি প্রদান করার দাবিতে৷