রাজ্যে আসছেন বিনোদ সোনকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ রাজ্যে আসছেন বিজেপি’র ত্রিপুরা প্রদেশ কমিটির নতুন নিযুক্ত পর্যবেক্ষক বিনোদ সোনকার৷ আগামী ৩রা ডিসেম্বর তিনি দুই দিনের সফরে আসছেন৷ বিজেপির প্রদেশ নেতৃত্ব সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার তিনি এখানে আসবেন এবং দলের নেতৃত্ব এবং বিধায়কদের সাথে বৈঠক করবেন৷


সোনকার সম্প্রতি ত্রিপুরার পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পেয়েছেন৷ তিনি সুনীল দেওধরের স্থলাভিসিক্ত হয়েছেন৷ দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা সোনকারকে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়ার পর তিনি প্রথমবারের মতন রাজ্যে আসছেন৷ জানা গিয়েছে, বর্তমানে প্রদেশ বিজেপিতে সাংগঠনিক মতবিরোধ চলছে তথা বিদ্রোহী বিধায়ক রয়েছেন এবং তাদের দাবি, আপত্তিগুলি নিয়েও আলোচনা করবেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *