উপদলীয় রাজনীতি টেকে না : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ নভেম্বর৷৷ উপদলীয় রাজনীতি টেকে না৷ আর উপদল ভারতীয় জনতা পার্টির বৈশিষ্ট নয়৷ রবিবার বিজেপির ৯ বনমালীপুর কেন্দ্রীয় প্রশিক্ষণ বিভাগের মণ্ডল প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই মন্তব্য করেছেন৷


সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, প্রত্যেক ব্যক্তিকে জনগণের সাথে আত্মিক সম্পর্ক গড়ে তুলতে হবে৷ প্রথমে ব্যক্তিকে একজন ভালো শ্রোতা হতে হবে৷ কোনও অবস্থাতেই তালে তাল মেলানো চলবে না৷ তালে তাল মেলালেই উপদল সৃষ্টি হবে যেটা ভারতীয় জনতা পার্টির বৈশিষ্ট্য নয়৷


এই উপদলীয় রাজনীতি টেকে না৷ যে ব্যক্তি দিনে এক ঘণ্টা কার্যকর্তাদের কথা শোনার ক্ষমতা রাখেন সেই ব্যক্তিকে নেতা হওয়া থেকে কেউ রুখতে পারবে না৷ তাই আগে ভালো শ্রোতা হতে হবে৷ শ্রোতা হলেই একদিকে নেতৃত্ব তৈরি হবে, অন্যদিকে মানুষ আপনাকে ভালোবাসবে৷

তিনি আরও বলেন, একজন সুবক্তা হতে গেলে বক্তার ধারণা থাকতে হবে সামনে বসে থাকা মানুষের মনের ভিতর কী চলছে৷ আপনার বক্তব্য শুনে পার্টি কার্যকর্তারা ছাড়া সাধারণ নাগরিকরা যখন জড়ো হয়ে যাবে তখনই আপনার বক্তব্য সার্থক৷ বক্তব্য রাখার এক্সপ্রেশনের দিকে লক্ষ্য রাখতে হবে আর এক্সপ্রেশন তখনই সঠিক আসবে যখন বক্তা হৃদয় থেকে কথা বলবে৷
তিনি বলেন, সব সময় আলোচনার মাধ্যমে সকল সিদ্ধান্ত নিতে হবে৷ মণ্ডল কমিটি গঠনের সময় পুরনো অফিস বেয়ারারদের সঙ্গে কথা বলে নিতে হবে৷ কেউ যদি মনে করে যে আমি সংগঠনের উর্র্ধে চলে গেছি তাহলে তাকে সংগঠন কোথায় যে নিয়ে ফেলবে খুঁজে পাওয়া যাবে না৷ কত লোক এসেছে আর গেছে এই পার্টিতে, হিসাব নেই৷ এই পার্টিতে তারাই টিকে থাকতে পারে যারা যখন বুথ প্রেসিডেন্ট ছিলেন তখনও বুথে যেতেন আর যখন গৃহমন্ত্রী হয়ে গেছেন তখনও বুথে যান৷ একজন সু-সংগঠক হতে গেলে নিয়মানুবর্তিতা, ব্যক্তিত্বের বিকাশ ও সংগঠনের প্রতি দায়বদ্ধ হতে হবে বলে মুখ্যমন্ত্রী এদিন প্রশিক্ষণ শিবিরে উপস্থিত কার্যকর্তাদের জানিয়েছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *