১লা ডিসেম্বর থেকে দশম ও দ্বাদশের ক্লাস শুরু,পুরোদমে খুলছে কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ নভেম্বর৷৷ আগামী ১লা ডিসেম্বর থেকেই সরকারী বিদ্যালয়ে দশম ও দ্বাদশ শ্রেণী এবং সরকারী ডিগ্রী কলেজ, কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় পুনরায় পুরোদমে খুলছে৷ আজ শিক্ষা দপ্তরের উচ্চ পর্যায়ের কমিটির বৈঠকে সকলেই এই বিষয়ে সম্মতি জানিয়েছেন৷ তবে, স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়া শিক্ষা প্রতিষ্ঠান খুলতে চাইছে না দপ্তর৷ তাই শিক্ষা প্রতিষ্ঠান চালু করার বিষয়ে স্বাস্থ্য দপ্তরের সবুজ সংকেতের অপেক্ষায় রয়েছে৷


শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, আজকের কেন্দ্রীয় গ্রন্থাগারের কনফারেন্স হলে শিক্ষা দপ্তর ও উচ্চ পর্যায়ের কমিটির যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়েছে৷ ওই বৈঠকে কোভিড-১৯ পরিস্থিতিতে সুকল কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় পুনরায় খোলার বিষয়ে চূড়ান্ত আলোচনা হয়েছে৷ তাতে উচ্চ পর্যায়ের কমিটির সকল সদস্যরাই আগামী ১লা ডিসেম্বর থেকে সরকারি বিদ্যালয়ে দশম ও দ্বাদশ শ্রেণী এবং সমস্ত ডিগ্রী কলেজ, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয় পুনরায় পুরোদমে চালু করার পক্ষেই সম্মতি দিয়েছেন৷ তবে, করোনার প্রকোপের কথা মাথায় রেখে শিক্ষা দপ্তর স্বাস্থ্য দপ্তরের কাছ থেকে এই বিষয়ে সম্মতি চাইবে৷ তাই দুয়েকদিনের মধ্যেই স্বাস্থ্য দপ্তরের কাছে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় চালু করার বিষয়ে মতামত চেয়ে ফাইল পাঠানো হবে৷


এদিন তিনি জানিয়েছেন, এডিসি এলাকায় নেইবারহুড ক্লাস যথারীতি চলবে৷ তাছাড়া বিদ্যালয় এবং কলেজগুলির ক্ষেত্রে প্রধানশিক্ষক ও অধ্যক্ষরা পরিচালনগত সিদ্ধান্ত নেবেন৷ তবে, বিদ্যালয়ে দশম ও দ্বাদশ শ্রেণীতে ছাত্রছাত্রীদের সুকলে আসার ক্ষেত্রে অভিভাবকদের সম্মতিপত্র বাধ্যতামূলক বলে শিক্ষামন্ত্রী জানিয়েছেন৷
আজ উচ্চশিক্ষা দপ্তর সমস্ত মহকুমা শাসকদের কলেজ ও বিশ্ববিদ্যালয় সেনিটাইজ করার জন্য নির্দেশ দিয়েছে৷ করোনা পরিস্থিতিতে দীর্ঘ সময় ধরে কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ রয়েছে তাই পুনরায় পঠনপাঠন শুরু হওয়ার আগেই সেনিটাইজ এবং কোভিড-১৯ স্বাস্থ্যবিধি মেনে সমস্ত ব্যবস্থা নেওয়ার জন্য মহকুমা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *