কোহিমা, ২৬ নভেম্বর (হি.স.) : আসল হীরা-র সন্ধান মিলেছে। অবাক করার মতো ঘটনা হলেও নাগাল্যান্ডের মোন জেলায় স্থানীয় জনগণ হীরা খুঁজে পেয়েছেন বলে দাবি করেছেন। এ-সংক্রান্ত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভীষণ আলোড়ন তুলেছে।
সূত্রের খবর, নাগাল্যান্ডের মোন জেলার ওয়াচেনে স্থানীয় জনগণ হীরা-র মতো মণি খুঁজে পেয়েছেন। তবে ওই মণির গুণমান সম্পর্কে এখনও কেউই অবগত নন। ভিডিওয় একটি পাহাড়ি অঞ্চলে স্থানীয় জনগণ মাটি খুঁড়ে ওই মণি বের করছেন বলে দেখা গেছে।
অবশ্য, ওই মণির সন্ধান স্থানীয় জনগণ কীভাবে পেয়েছেন তা এখনও স্পষ্ট নয়। তবে মোন জেলার বহু মানুষ সেখানে গিয়ে মাটি খুঁড়ে হীরা খুঁজে বের করছেন। ভিডিওয় দেখা গেছে, কাঁদা-মাটির সাথে মিশে ওই হীরার মতো মণি উদ্ধার করছেন স্থানীয় জনগণ। প্রচুর পরিমাণে মণি উদ্ধার করেছেন তাঁরা। ফলে আদৌ ওই মণি হীরা নাকি শুধুই পাথর তা পরীক্ষার পর প্রমাণিত হবে।