নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ নভেম্বর৷৷ রাজ্যে পথদুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে৷ ঊনকোটি জেলার নিবেদি এলাকায় পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে৷ সিপাহী জলা জেলার সোনামুড়া পথ দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়৷ বিশালঘরে পথ দূর্ঘটনায়১ ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছে৷
ঘটনার বিবরণে জানা যায় ঊনকোটি জেলার ফটিকরায় কুমারঘাট সড়কের নিবেদি এলাকায় একটি অটো দূর্ঘটনায়১ ব্যক্তি প্রাণ হারিয়েছে৷ দুর্ঘটনায় মৃত ব্যক্তির নাম অমিতোষ দাস৷জানা যায় অটো নিয়ে যাবার পথে একটি রোড ডিভাইডারের মধ্যে অটো ধাক্কা লাগলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷ তাতে অটো চালক গুরুতর ভাবে আহত হয়৷তাকে স্থানীয় লোকজনেরা আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়৷ পথদুর্ঘটনায় অটোচালকের মৃত্যুর সংবাদে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে৷সোনামুড়া পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আরও এক যুবকের৷ মৃত যুবকের নাম আবুল কাশেম৷ তার বাড়ি উদয়পুর এর খিলপাড়া এলাকায়৷ জানা যায় ওই যুবক সোনামুড়া আধার সেকশনে কাজ করতো৷ প্রতিদিন হইছে বাড়ি থেকে সোনামুড়া যাতায়াত করতো৷
দুর্ঘটনায় কেড়ে নিয়েছে তার প্রাণ৷তার মৃত্যুর সংবাদে খিলপাড়া সহ পার্শবর্তী এলাকা গুলিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে৷ বিশালগড় হাসপাতালের সামনে একটি অলটো গাড়ি,বাইক এবং বিএসএফের গাড়ির মধ্যে সংঘর্ষ ত্রিমুখী সংঘর্ষ হয়েছে৷ তাতে একজন গুরুতর ভাবে আহত হন৷ আহতের নাম বাপন দেবনাথ৷ তাকে প্রথমে বিশালগড় হাসপাতালে ভর্তি করা হয়৷তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বিশালগড় হাসপাতাল থেকে তাকে হাপানিয়া স্থিত ত্রিপুরা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়৷রাজ্যে পরপর পথদুর্ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় পথচারী এবং সাধারণ মানুষের মধ্যে চলাচল নিয়ে আতঙ্ক ক্রমশ বেড়ে চলেছে৷ প্রতিদিন রাজ্যের কোন না কোন স্থানে প্রথম দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটে চলেছে৷