চালককে মারধর, তিন দিন যাবত যান চলাচল বন্ধ আমবাসা-গন্ডছড়া রোডে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ নভেম্বর৷৷ ধলাই জেলার গন্ডাছড়ার জগন্নাথপুরে এক গাড়ির চালককে মারধর করার ঘটনার প্রতিবাদে গত তিনদিন ধরে আমবাসা গন্ডাছড়া সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে৷ মঙ্গলবার তৃতীয় দিনেও আমবাসা গন্ডাছড়া সড়কে কোন ধরনের যাত্রীবাহী যানবাহন চলাচল করেনি৷


তিনদিন ধরে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ায় যাত্রীদুভর্োগ চরম আকার ধারণ করেছে৷এ বিষয়ে জানতে চাওয়া হলে যানবাহনের শ্রমিকরা জানান জগন্নাথপুরে গাড়ির চালককে মারধর করার ঘটনার প্রতিবাদে তারা যানবাহন চলাচল বন্ধ রেখেছেন৷ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে৷ অভিযুক্তদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মোটর শ্রমিক এবং মালিকরা৷যতদিন পর্যন্ত এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হবে ততদিন পর্যন্ত তারা আমবাসা গন্ডাছড়া সড়কে যাত্রীবাহী যানবাহন চলাচল বন্ধ রাখবেন বলে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন৷


একটানা তিনদিন ধরে আমবাসা গন্ডাছড়া সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও প্রশাসনের তরফ থেকে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷ এর ফলে যাত্রীদুভর্োগ আরো চরম আকার ধারন করার আশঙ্কা রয়েছে৷অবিলম্বে এই সমস্যার সমাধান করে যাত্রীবাহী যানবাহনে চলাচলের প্রয়োজনীয় ব্যবস্থা করতে সাধারণ মানুষের তরফ থেকে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে৷