পথ দূর্ঘটনায় হত এক, গুরুতর আহত তিন

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৪ নভেম্বর৷৷ যান সন্ত্রাসের বলি হল এক যুবক৷ ঘটনা সোনামুড়ায়৷ নিহতের নাম কাসেম চৌধূরী৷ বাবা অজি উল্লা চৌধূরী , বাড়ি রাধাকিশোরপুর থানার অন্তর্গত উদয়পুর খিলপাড়া আমতলা৷ পেশায় একটি এন জি ও সংস্থার অধীনে সোনামুড়া এস ডি এম অফিসের আধার সেকসানে চুক্তি শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন৷


প্রতিদিনকার মতো আজও সকাল আটটায় বাড়ি থেকে সোনামুড়া কর্মক্ষেত্র এসডিএম অফিসের আধার সেকসানে যোগদানের জন্য গাড়ি করে অফিসে যান৷ অফিসের কাজকর্ম সেরে প্রায় সময়ই লাইন গাড়িতে যাওয়া-আসা করেন৷ কোন সময় গাড়ি পেতে অসুবিধা হলে বন্ধুদের বাইকে বাড়ি চলে আসেন৷ নিজে বাইক চালাতে পারেন না৷ আজ অফিসের কাজ শেষে নলছরের বন্ধু অপু দেবনাথের বাইকে চড়ে অপর বন্ধু উদয়পুর খিলপাড়ার বিশ্বজিৎ শুক্ল দাস সহ তিন বন্ধু মেলাঘর পেট্রোল পাম্প পর্যন্ত আসার জন্য বাইকে আরোহী করে৷ একটু আসার পর সোনামুড়া নতুন পেট্রোল পাম্পের সামনে আসামাত্র একটি মহেন্দ্র বোলেরো প্যাসেঞ্জার গাড়ির সাথে সংঘর্ষে তিন বন্ধুই আহত হন৷ স্থানীয় জনগণের সহযোগিতায় সোনামুড়া হাসপাতালে তিন জনকে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক কাসেমকে মৃত বলে ঘোষণা করেন৷ অন্য দুই বন্ধুর অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে জি বি হাসপাতালে রেফার করা হয়৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *