বেতন পাচ্ছেন না কর্মচারীরা, গন্ডছড়ায় বিদ্যুৎ অফিসে তালা

নিজস্ব প্রতিনিধি, গন্ডাছড়া, ২৪ নভেম্বর৷৷ গন্ডাছড়া বিদ্যুৎ নিগমের চুক্তিবদ্ধ কর্মীরা গত দুই মাস যাবৎ বেতন পাচ্ছে না৷ এরই প্রতিবাদে মঙ্গলবার দুপুর দিকে চুক্তিবদ্ধ কর্মীরা গন্ডাছড়া বিদ্যুৎ দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ প্রদর্শন করে৷


ঘটনার খবর পেয়ে গন্ডাছড়া থানার পুলিশ সেখানে ছুটে যায় এবং বিক্ষোভকারীদের সাথে কথা বলে অফিসের কাজ কর্ম স্বাভাবিক রাখার চেষ্টা করে৷ চুক্তিবদ্ধ কর্মীদের বক্তব্য যতক্ষণ না পর্যন্ত তাদের বেতনের বকিয়া টাকা মিটিয়ে দেওয়া হচ্ছে না, ততদিন পর্যন্ত তাদের বিক্ষোভ চলবে৷ এদিকে হঠাৎ করে অফিসে তালা পড়ার কারনে এই দিন মহকুমার দূরদূরান্ত এলাকা থেকে আসা শত শত ভুক্তা বিদ্যুৎ বিলের টাকা জমা দিতে পারে নি৷


উল্লেখ্য গন্ডাছড়া বিদ্যুৎ দপ্তর বেসরকারী কোম্পানির হাতে চলে যাওয়ায় একদিকে যেমন মহকুমার সাধারণ মানুষ সঠিক ভাবে পরিষেবা পাচ্ছে না, অন্য দিকে ভুক্তাদের হাতে মাসের শেষে মর্জিমাফিক বিল ধরিয়ে দিচ্ছে৷ এতে করে বেসরকারী বিদ্যুৎ পরিষেবায় গোটা মহকুমাবাসীদের মধ্যে ক্ষোভ দেখা দিচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *