খোয়াইয়ে ছড়ার জলে উদ্ধার মহিলার মৃতদেহ

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ২২ নভেম্বর৷৷ মহিলার পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল খোয়াই থানার চা বাগান এলাকায়৷ মৃত মহিলার নাম সপ্ণা মুন্ডা(৪৫) স্বামী মৃতঃ নিপেন মুন্ডা৷ মৃত মহিলার উত্তর রামচন্দ্র ঘাট এলাকার বাসিন্দা৷


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সকালে ১১ টায় কৃষকরা মাঠে কাজ করার সময় খোয়াই থানাধিন ধলাবিল চা বাগান পঞ্চায়েত এলাকার মৃদনা ছাড়া মধ্যে এক মহিলার দেহ দেখতে পান কয়েকজন৷ এরপরই তাঁরা খবর দেন স্থানীয়দের৷ খবর দেওয়া হয় খোয়াই থানায়৷ স্থানীয়রা মহিলাকে চিনতে পেরে মহিলার ছেলেদের খবর দেওয়া হয় খবর পেয়ে ছুটে আসে মৃতার দুই ছেলে৷ ঘটনাস্থলে পুলিশ এসে মহিলার পচাগলা দেহ ছড়ার জল থেকে সংগ্রহ করে নিয়ে যায় খোয়াই জেলা হাসপাতালের মর্গে৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে গত শুক্রবার মহিলা নিজ বাড়ি থেকে বের হয় মৃদনা ছড়ার শামুক খোঁজর জন্য জন্য৷ মহিলা আর বাড়ি ফিরেনি৷ তবে থানায় কোন মিসিং ডায়রিও করা হয়নি৷ মৃতার ছেলেরা গতকাল অনেক খুজাখুজির পর পায়নি৷ আজ মৃতদেহ পাওয়ার পর মৃতার ছেলেরাই শনাক্ত করণ করে৷ মৃতদেহ ময়নাতদন্তের পর কি কারনে মৃত্যুর হয়েছে কারণ জানা যাবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *