নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি. স.): করোনার ক্ষেত্রে রেপিড অ্যান্টিজেনের তুলনায় আর টি – পিসিআর পদ্ধতিতে বেশি পরীক্ষা হয়েছে দিল্লিতে বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে। পাশাপাশি এও জানানো হয়েছে দিল্লিতে করোনা চিকিৎসা সুষ্ঠুভাবে করার জন্য ডিআরডিও তরফ থেকে ২৫০টি ভেন্টিলেটর সরবরাহ করা হয়েছে।
দিল্লি সরকারের পাশাপাশি রাজধানীর করোনা পরিস্থিতি নিয়ে একনাগাড়ে কাজ করে চলেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। গোটা পরিস্থিতি তত্ত্বাবধান করছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উৎসব এবং শীতকালের মরসুমে দিল্লিতে করোনা রোধ করার জন্য ইতিমধ্যেই একাধিক বৈঠক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছে করোনা রোগীর খোঁজে প্রতিটা বাড়িতে সমীক্ষা চালানো হয়েছে। ২০ নভেম্বর পর্যন্ত দিল্লির ৩ লক্ষ ৭০ হাজার ৭২৯ মানুষকে এই সমীক্ষার অধীনে আনা হয়েছে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে আরও জানানো হয়েছে দিল্লিতে বেড়ে চলা করোনা পরিস্থিতি মোকাবিলা করতে এইমস হাসপাতাল আরো ২০৭ জন জুনিয়র রেসিডেন্ট নিয়োগ করতে চলেছে। জাতীয় চিকিৎসা বিজ্ঞান গবেষণা পরিষদ আইসিএমআর দিল্লিতে আগে যেখানে দৈনিক ২৭ হাজার পরীক্ষা আরটি- পিসিআর এর মাধ্যমে করোনা পরীক্ষা করত। এখন সেই সংখ্যা বাড়িয়ে করা হয়েছে ৩৭ হাজার ২০০।

