আগরতলায় চুরি যাওয়া বাইক উদ্ধার জিরানীয়ায়, গ্রেপ্তার চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ নভেম্বর৷৷ রাজধানীর বর্ডার গোলচক্কর বাজার থেকে চুরি যাওয়া একটি বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে পুলিশ৷ শুক্রবার বর্ডার গোলচক্কর বাজার থেকে বাইক চুরি হয়েছিল৷ এ ব্যাপারে বাইকের মালিক আগরতলা পশ্চিম থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করেন৷ অভিযোগ পাওয়ার পর পরই পশ্চিম থানার পুলিশ অন্যান্য থানাগুলোকে এ বিষয়ে সতর্ক করে৷


জিরানিয়া থানার পুলিশ ওই এলাকা থেকে ব্যক্তি আটক করতে সক্ষম হয়৷ বাইক সহ চোরকে হাতেনাতে আটক করেছে পুলিশ৷ আটক চোরের নাম হৃদয় সরকার৷ জিরানিয়া থানার পুলিশ মোটরবাইক সহ আটক চোরকে পশ্চিম থানার পুলিশের হাতে তুলে দিয়েছে৷ আগরতলা পশ্চিম থানার ওসি জয়ন্ত কর্মকার জানান রবিবার তাকে আদালতে তোলা হবে৷ আদালতের কাছে তাকে পুলিশ রিমান্ডে পাঠানোর আবেদন জানানো হবে৷ তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রে জড়িত অন্যান্যদের নামধাম উদ্ধার করতে সক্ষম হবে বলে আশাবাদী পুলিশ৷

সে অনুযায়ী বাইক চোর চক্রের আরো কয়েকজনকে জালে তোলার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ উল্লেখ্য রাজধানী আগরতলা শহর ও শহরতলীর সহ রাজ্যের বিভিন্ন স্থানে সাম্প্রতিককালের বাইক চুরির ঘটনা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে৷ পুলিশও এসব ক্ষেত্রে অভিযান চালিয়ে সাফল্য পেতে শুরু করেছে৷ চুরি করা এসব বাইক আন্তর্জাতিক সীমান্ত পথে বাংলাদেশে পাচার করা হচ্ছে৷ আন্তর্জাতিক সীমান্ত এ বিষয়ে সর্তকতা জারি করা হয়েছে৷ ইতিমধ্যে পাচারকালে বেশ কিছুসংখ্যক বাইক এবং বাইকের আটক করতে সক্ষম হয়েছে পুলিশ এবং বিএসএফ জওয়ানরা৷ এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়৷