মুম্বই, ২২ নভেম্বর (হি. স.): মাদক রাখা এবং সেবন করার অভিযোগে রবিবার সকালে কৌতুক অভিনেত্রী ভারতী সিং এর স্বামী হর্ষ লিম্বাচিয়াকে গ্রেফতার করেছে নারকটিকস কন্ট্রোল ব্যুরো আধিকারিকরা। শনিবার থেকে শুরু করে রবিবার সকাল পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় হর্ষকে।
উল্লেখ করা যেতে পারে শনিবারই গ্রেফতার করা হয়েছিল ভারতী সিংকে। তদন্তকারী আধিকারিকদের সামনে দুজনেই স্বীকার করে নেয় যে তারা নিয়মিত মাদক সেবন করত। শনিবার নারকটিকস কন্ট্রোল ব্যুরোর তরফে ভারতী সিং এর প্রোডাকশন অফিস এবং বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়। দুই জায়গায় অভিযান চালিয়ে সব মিলিয়ে ৮৬.৫ গ্রাম গাঁজা বাজেয়াপ্ত করা হয়।
প্রসঙ্গত সম্প্রতি খার ডান্ডা এলাকা থেকে এক মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়। বছর ২১ এর ওই মাদকপাচারকারী কাছ থেকে এলএসডি, গাজা, নেট্রাজেপাম বাজেয়াপ্ত করা হয়। ওই পাচারকারীকে জিজ্ঞাসাবাদ করে ভারতী সিং এর খোঁজ পায় তদন্তকারী আধিকারিকরা।