নয়াদিল্লি, ২২ নভেম্বর (হি. স.): উৎসবের মরসুমে করোনার দৌরাত্ম্য অব্যাহত গোটা ভারতজুড়ে। বিগত ২৪ ঘন্টা নতুন করে আক্রান্ত ৪৫ হাজার ২০৯। নিহত ৫০১। ফলে সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯০ লক্ষ ৯৫ হাজার ৮০৭। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ লক্ষ ৩৩ হাজার ২২৭। সুস্থ হয়ে উঠেছে ৮৫ লক্ষ ২১ হাজার ৬১৭।
এই মুহূর্তে গোটা দেশের সক্রিয় আক্রান্তের সংখ্যা ৪ লক্ষ ৪০ হাজার ৯৬২। এই নিয়ে টানা ১৫ দিন আক্রান্তের সংখ্যা দৈনিক ৫০ হাজারের নিচে ছিল। শেষবার ৫০ হাজারের গণ্ডি পেরিয়ে ছিল ৭ নভেম্বর। করোনায় সব থেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৮৭৮। তালিকায় দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে কেরল ও দিল্লি। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬৬ হাজার ৯৮২ ও ৩৯ হাজার ৭৪১।
ভারতের চিকিৎসা বিজ্ঞান গবেষণা পরিষদের তরফ থেকে জানানো হয়েছে ২১ নভেম্বর পর্যন্ত গোটা দেশজুড়ে করোনা পরীক্ষা করা হয়েছে ১৩ কোটি ১৭ লক্ষ ৩৩ হাজার ১৩৪। শুধুমাত্র ২১ নভেম্বর করোনা পরীক্ষা করা হয়েছে ১০ লক্ষ ৭৫ হাজার ৩২৬।
শনিবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফ থেকে জানানো হয়েছিল দেশজুড়ে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬.৯৩ শতাংশ। সুস্থতার হার ৯৩.৬৭ শতাংশ।