গৃহবধূকে হত্যা মৃতার বাড়িতে মহিলা কমিশন

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ১৯ নভেম্বর৷৷ শ্বশুর বাড়িতে অগ্ণিদগ্দ হয়ে মৃত্যু হয় রুপা নট্ট নামে এক গৃহবধূর৷ বৃহস্পতিবার মৃত গৃহবধূর বিশালগড়ের গকুলনগরস্থিত বাপের বাড়িতে যান রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী৷ কথা বলেন মৃতার মা বাবার সাথে৷ তাদের বক্তব্য লিপিবদ্ধ করেন৷

ঘটনার বিষয়ে অবগত হন৷ মৃতার বাপের বাড়ির লোকজনদের সাথে কথা বলার পর মহিলা কমিশনের চেয়ারপার্সন বর্ণালী গোস্বামী জানান গৃহ বধূ রুপা নট্টর মৃত্যুর ঘটনার জনা যারা দায়ি তাদের যেন কঠোর শাস্তি হয় তার ব্যবস্থা করবে রাজ্য মহিলা কমিশন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *