গুয়াহাটি, ২০ নভেম্বর (হি.স.) : ইউনিসেফ-এর প্রচারের অঙ্গ হিসেবে অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল একদিনের জন্য তাঁর অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট পরিচালনার দায়িত্ব তুলে দিয়েছেন ডিব্রুগড় জেলার নামরূপ চা বাগানের বাসিন্দা বন্দনা ওরাঙের হাতে। অষ্টাদশী বন্দনা ‘মুসকান অ্যাডোলেসেন্ট গার্লস গ্রুপ’-এর পরিচালক। কোভিড পরবর্তী শিক্ষা ব্যবস্থা-র বার্তা ছড়িয়ে দেওয়ার জন্যই তাঁকে বেছে নেওয়া হয়েছে।
অসমের মুখ্যমন্ত্রী সনোয়ালের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট পরিচালনার দায়িত্ব পেয়ে বন্দনা ওরাং ভিডিও সংলাপের পাশাপাশি লিখেছেন, ‘নমস্কার, আমি অসমের ডিব্রুগড় জেলার নামরূপ চা বাগান এলাকার বাসিন্দা বন্দনা ওরাং। বিশ্ব শিশু দিবসে আমি মুখ্যমন্ত্রীর দফতরের টুইটার অ্যাকাউন্ট-এর দায়িত্ব নিয়েছি। করোনা অতিমারী পরবর্তী সময়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে নতুন ভাবনায় আমার অভিজ্ঞতা ভাগ করে নেব।’
অপরদিকে ভিডিও বার্তায় ওরাং বলেছেন, নামরূপ বিদ্যালয় থেকে তাঁর স্কুল জীবন পার করেছেন এবং এখন তিনি নামরূপ কলেজে পাঠরত। এর পর তিনি একাধিক টুইট বার্তায় করোনা অতিমারী চলাকালীন অসমের শিক্ষা ব্যবস্থার বর্তমান পরিস্থিতি তুলে ধরার চেষ্টা করেছেন।