নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া/ আগরতলা, ১৬ নভেম্বর৷৷ মদমত্ত অবস্থায় দ্রুত গতিতে বাইক চালাতে গিয়ে গুরুতর আহত এক যুবক যুবতী৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মহারানী পুর কালিবাড়ি সংলগ্ণ এলাকায়৷ সোমবার আনুমানিক ৬:৩০ মিঃ নাগাদ৷
ঘটনার বিবরণে জানা যায়, মদ মত্ত অবস্থায় দ্রুত গতিতে বছর ২২ এর সঞ্জয় বিশ্বাস নামে এক যুবক ও বছর ১৯ এর ইতি সরকার নামের এক যুবতী দ্রুত গতিতে মহারানী পুর এলাকা থেকে তেলিয়ামুড়ার উদ্দেশ্যে আসার পথে স্থানীয় মহারানী পুর ভাঙ্গা সংলগ্ণ এলাকায় পেছন দিক থেকে আসা কোন এক গাড়ি সঞ্জয় বিশ্বাস নামে যুবকের পালসার ২২০ মডেলের নীল রঙের বাইক দুর্ঘটনার কবলে পড়ে৷
ঘটনাস্থলে বাইক টিকে সজোরে ধাক্কা দিয়ে গাড়ির চালক গাড়ি নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ এতে গুরুতর আহত হয় যুবক-যুবতী উভয়ই৷ মেয়েটির দুটি হাতের উপর দিয়ে গাড়ির চাকা চলে যায়, এতে মেয়েটির হাত দুটি থেতলে যায়৷ এবং ছেলেটির কোমরের নীচ সহ গোপনাঙ্গে গুরুতর আঘাত লাগে৷ যদিও জানা যায়, ছেলেটির বাড়ি তেলিয়ামুড়া থানাধীন কৃষ্ণপুর এম টি পাড়া সংলগ্ণ এলাকায় ও মেয়েটির বাড়ি রানির বাজার সংলগ্ণ এলাকায়৷
কিন্তু মানুষের মানবিকতা আজ কোথায় তা প্রত্যক্ষ করা গেল দুর্ঘটনাগ্রস্ত স্থানে গিয়ে৷ সংবাদমাধ্যমের কর্মীরা গিয়ে দেখতে পেল সবাই নিজের মোবাইলে সামাজিক মাধ্যমে লাইভ ভিডিও করে দুর্ঘটনার ঘটনাটি ভাইরাল করতে ব্যাস্ত৷ কিন্তু মানবিকতার দিক থেকে কেউই এগিয়ে আসেনি কেউ দমকল বাহিনী কিংবা অ্যাম্বুলেন্স ফোন করার জন্য৷
পরবর্তী সময়ে যদিও ওই এলাকায় উপস্থিত সচেতন নাগরিক ওকে নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দিলে ঘটনাস্থলে অগ্ণিনির্বাপক দপ্তরে কর্মীরা গিয়ে আহত যুবক যুবতীকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে এলে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে প্রেরণ করে৷ যদিও হাসপাতাল সূত্রে জানা যায়, আহত যুবক যুবতী উভয়ের অবস্থাই আশঙ্কাজনক৷
এদিকে রাজধানী আগরতলা শহর সংলগ্ণ ত্রিনাথএলাকায় অটোর ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মৃত্যু হয়েছে৷ মৃত ব্যক্তির নাম প্রশান্ত মোদক৷ গত ৫ দিন আগে অটোর ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হয়েছিলেন প্রশান্ত মোদক৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছিল৷ জিবি হাসপাতালে ৫ দিন চিকিৎসাধীন থাকার পর চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন প্রশান্ত মোদক৷ পুলিশ অটোরিকশাটি আটক করেছে৷ এ ব্যাপারে সুনির্দিষ্ট মামলা গৃহীত হয়েছে৷ গোমতী জেলার গর্জির পেরাতিয়া এলাকায় দুটি বাইকের সংঘর্ষে দুই জন গুরুতর ভাবে আহত হয়েছেন৷ আহতদের উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ স্থানীয় লোকজন জানিয়েছেন দুটি বাইক দ্রুতবেগে আসছিল৷ কাছাকাছি এসে পড়লে বাইকের চালকরা নিমন্ত্রণ রক্ষা করতে পারেনি৷ ফলে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে৷ তাতে বাইকের দুই চালক গুরুতর ভাবে আহত হন৷পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ বাইক দুটিও আটক করেছে পুলিশ৷