আগরতলা, ১৬ নভেম্বর (হি.স.)৷৷ ব্রু শরণার্থী পুনর্বাসনে সোমবার ত্রিপুরার মুখ্যসচিব মনোজ কুমার বৈঠক করেছেন৷ ব্রু শরণার্থী নেতৃবৃন্দ এবং প্রদ্যুৎ কিশোর দেববর্মণ ওই বৈঠকে উপস্থিত ছিলেন৷ দুই সপ্তাহের মধ্যে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার জন্য রাজ্য সরকারের কাছে ব্রু-দের তরফে আবেদন জানানো হয়েছে৷ তাঁদের পুনর্বাসনে জমি চিহ্ণিত করে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন মুখ্যসচিব৷ এদিনের বৈঠকে উত্তর ত্রিপুরার জেলাশাসক এবং কাঞ্চনপুরের মহকুমাশাসক ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন৷
বৈঠক শেষে প্রদ্যুৎ কিশোর জানিয়েছেন, করোনা-র প্রকোপে ত্রিপুরায় ব্রু শরণার্থী পুনর্বাসনে অনেকটা বিলম্ব হয়েছে৷ তবে এখন পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়েছে৷ তাই শীঘ্রই পুনর্বাসন প্রক্রিয়া শুরু করার দাবি জানানো হয়েছে৷ তিনি বলেন, দুই সপ্তাহের মধ্যে ওই প্রক্রিয়া শুরু করার জন্য আবেদন জানানো হয়েছে৷ মুখ্যসচিব আশ্বস্ত করেছেন, শীঘ্রই এই প্রক্রিয়া শুরু হবে৷
প্রদ্যুতের বক্তব্য, ব্রু শরণার্থীদের ৩/৪ জেলায় পুনর্বাসনের ব্যবস্থা করা হবে৷
ফলে তাঁরা আলাদা আলাদা স্থানে থাকবেন তা নিশ্চিত হয়ে গেছে৷ তাঁর কথায়, প্রায় ৩৫ হাজার ব্রু শরণার্থীকে শুধুমাত্র একটি মহকুমায় পুনর্বাসন দেওয়ার কোনও যৌক্তিকতা নেই৷ বরং, তা সম্পূর্ণ অবাস্তব চিন্তাধারা৷ তাঁর দাবি, সমস্ত ব্রু শরণার্থীকে কাঞ্চনপুর মহকুমায় পুনর্বাসন দেওয়া হবে বলে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে৷ তাঁর সাফ কথা, ব্রু শরনার্থীদের পুনর্বাসনে জমি চিহ্ণিত করে ত্রিপুরা সরকার তালিকা কেন্দ্রীয় সরকারের কাছে পাঠিয়ে দিয়েছে৷ তাই, শীঘ্রই পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে বলে তিনি আশা প্রকাশ করেন৷

