বড়দোয়ালীতে সন্ধ্যারাতে নাবালককে অপরহণের চেষ্টা, পাকড়াও দুসৃকতিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার বড়দোয়ালী পেট্রলপাম্প এর কাছ থেকে এক নাবালককে অপহরণের চেষ্টা করে ২ দুষৃকতিকারী৷ সন্ধ্যারতে এই অপহরণের চেষ্টা করা হয় বলে জানা গেছে৷


নাবালক পেট্রোল পাম্পের কাছে দাঁড়িয়ে ছিল৷ তখন দুষৃকতিকারীরা তাকে অপহরণ করার চেষ্টা করে৷ স্থানীয় লোকজন ঘটনা প্রত্যক্ষ করেন তাদেরকে পাকড়াও করেন৷ তাদেরকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ স্থানীয় লোকজনরা সচেতন থাকায় নাবালককে অপহরণকারীদের কবল থেকে রক্ষা করা সম্ভব হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷
রাজধানী আগরতলা শহর এলাকা থেকে নাবালককে অপহরণের ঘটনা চেষ্টাকে কেন্দ্র করে জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে৷ পুলিশ পুরো ঘটনা খতিয়ে দেখছে৷এর পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে৷