নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ বিশালগড় মহাকুমার মধুপুর থানা এলাকার কইয়াঢ়েপা এলাকায় দুই সন্তানের জননীকে ধর্ষণের চেষ্টা করেছে এক লম্পট৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ এ ব্যাপারে মহিলার তরফ থেকে মধুপুর থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত লম্পটকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ৷ ঘটনার বিবরণে জানা যায় দুই সন্তানের জননী গরু খোঁজার জন্য গিয়েছিলেন৷সন্ধ্যা সাতটা নাগাদ মহিলার একাকিত্বের সুযোগকে কাজে লাগিয়ে এক লম্পট তাকে ধরে শ্রীলতাহানি করে এবং ধর্ষণের চেষ্টা করে৷ মহিলার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন৷ তখন সে পালিয়ে যায়৷
মহিলা বিষয়টি স্থানীয় লোকজন জানান৷ রাতেই এ ব্যাপারে মধুপুর থানায় অভিযোগ তাদের নাম উল্লেখ করে সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়৷ এ ধরনের ঘটনার সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়৷ অবিলম্বে অভিযুক্তকে গ্রেফতার এবং কঠোর শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী৷