নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া/ চড়িলাম, ১১ নভেম্বর৷৷ বাইক এবং বালুবোঝাই লরির মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত দুজন অর্থাৎ বাইক চালক এবং আরোহী,এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক৷
ঘটনার বিবরণে জানা যায় বিলোনিয়ার হল চৌমুহনী এলাকায় বুধবার সকাল ১১ টা নাগাদ৷বিলোনিয়ার শহরের দিক থেকে আসছিল বালু বোঝাই লরি এবং অপর দিক থেকে অর্থাৎ বিদ্যাপীঠ কর্নারের দিক থেকে শহরের দিকে যাচ্ছিল এক বাইকে করে দুই যুবক৷ কিন্তু বিলোনিয়ার হল চৌমুহনী এলাকায় আসতেই সেখানে বাইক এবং বালু বোঝাই লরির মুখোমুখি সংঘর্শ ঘটে৷ এতে উক্ত দুই বাইক আরোহী, অর্থাৎ অমিত সাহা এবং রোহিত রায় রাস্তায় ছিটকে পড়ে৷ প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা যায় বাইক চালক এর অসাবধানতার কারণে এই দুর্ঘটনা ঘটে৷অমিত সাহা(১৭),বাইক চালাচ্ছিল,আর রোহিত রায়(২০) পেছনে বসা ছিল৷তৎক্ষণাৎ খবর দেওয়া হয় বিলোনিয়ার ফায়ার সার্ভিসে৷
ফায়ার সার্ভিসের কর্মীরা ছুটে গিয়ে আহত ২ জনকে হাসপাতালে নিয়ে আসে৷ এর মধ্য থেকে একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে পরবর্তী সময়ে উদয়পুর গোমতী জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়, সেখানকার চিকিৎসকরাও তার অবস্থা বেগতিক দেখে আগরতলার জিবি হাসপাতালে রেফার করে৷ ঠিক আছে অপর একজন এর চিকিৎসা বিলোনিয়া হাসপাতালে চলছে৷
ফিল্মি কায়দায় বাইক চালাতে গিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে দুই যুবক৷ বুধবারদ দুপুরে ঘটনা বিশালগড় থানাদিন নৌকা ঘাট সংলগ্ণ এলাকায়৷
ঘটনার বিবরণে জানা যায় আগরতলা থেকে উদয়পুর যাওয়ার পথে সিপাহীজলা নৌকাঘাটে দুই বাসের মাঝখানে দিয়ে ওভারটেক করতে গিয়ে ছিটকে পড়ে রাস্তার মাঝখানে৷ প্রত্যক্ষদর্শিরা বিশালগড় দমকল বাহিনীকে খবর দিলে দমকলের কর্মীরা ছুটে গিয়ে আহত দুই যুবককে বিশালগড় মহাকুমা হাসপাতালে নিয়ে আসে৷ আহত দুই যুবকের নাম গৌতম দাস এবং নারায়ণচন্দ্র পাতিল তারা দুইজনের অবস্থা আশঙ্কাজনক৷ তাদেরকে উন্নত চিকিৎসার জন্য বিশালগড় হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়৷

