শ্রম আধিকারীককে ডেপুটেশন মিল শ্রমিক ইউনিয়নের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ নভেম্বর৷৷ ত্রিপুরা মিল শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে দুই দফা দাবিতে শ্রম আধিকারিকের কার্যালয়ে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে৷দাবি গুলির মধ্যে উল্লেখযোগ্য হলো শ্রমিকদের মধ্যে অবিলম্বে পুজো অনুদান মিটিয়ে দিতে হবে৷ডেপুটেশন প্রদানকালে ইউনিয়নের নেতৃবৃন্দ অভিযোগ করেছেন শ্রমদপ্তর এর সঙ্গে কর্তৃপক্ষের আলোচনার সময় পুজোর বোনাস দেওয়ার যে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল সেই সিদ্ধান্ত অনুযায়ী শ্রমিকদের বা অনুদান এখনো পর্যন্ত মিটিয়ে দেওয়া হয়নি৷

তাতে মিল শ্রমিকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷অবিলম্বে মিল শ্রমিকদের পুজো অনুদান মিটিয়ে না দেওয়া হলে তারা বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷গ্রহণ করা হয়েছিল সে সিদ্ধান্ত মিল মালিকরা৷ সে কারণেই তারা সমাজের শরণাপন্ন হতে বাধ্য হয়েছে৷ অবিলম্বে মিল শ্রমিকদের পূজা অনুদান মিটিয়ে দেওয়ার জন্য দাবি জানানো হয়েছে৷অন্যথায় তাদের সামনে বৃহত্তর আন্দোলনে শামিল হওয়া ছাড়া বিকল্প কোন পথ খোলা নেই বলেও তারা অভিমত ব্যক্ত করেছে৷