নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৮ নভেম্বর৷৷ রাজধানী আগরতলা শহরের স্কাইলার্ক ক্লাব সংলগ্ণ এলাকার একটি বাড়িতে গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ চোরের দল একজন সাব ইন্সপেক্টরের বাড়িতে হানা দিয়ে নগদ টাকা সোনা গয়না ইত্যাদি হাতিয়ে নিয়ে গেছে৷ জানা গেছে বাড়িতে রাতে কোন লোকজন ছিলেন না৷পরিবারের লোকজনদের অনুপস্থিতির সুযোগে কাজে লাগিয়ে চুরেরা বাড়িতে ঢুকে ঘরের দরজার তালা ভেঙ্গে ভিতরে ঢুকে৷
ঘরের ভেতর থেকে নগদ টাকা এবং তিনটি সোনার চেইন সহ অন্যান্য সামগ্রী হাতিয়ে নিয়ে যায়৷ এ ব্যাপারে আগরতলা পশ্চিম থানায় সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখনো পর্যন্ত এ ঘটনায় জড়িতদের আটক করার কোনো সংবাদ নেই৷ রাজধানী আগরতলা শহর এলাকায় প্রায় প্রতিরাতেই এ ধরনের চুরির ঘটনা ঘটে চলেছে৷ তাতে রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে সাধারন মানুষ আতঙ্কে রয়েছে৷শহর এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল থাকা সত্ত্বেও কিভাবে প্রতিরাতেই চুরির ঘটনা ঘটে চলেছে তা নিয়েও প্রশ্ণ উঠেছে৷
পশ্চিম জেলার পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে যখন দাবি করছেন পশ্চিম জেলায় অপরাধপ্রবণতা পেয়েছে ঠিক সে সময় এ ধরনের চুরির ঘটনা রীতিমতো উদ্বেগজনক বলে বিভিন্ন মহল থেকে অভিমত ব্যক্ত করা হয়েছে৷ রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর দাবি উঠেছে৷ চোর ও ছিনতাইকারীদের গ্রেপ্তার করে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানানো হয়েছে৷ পুলিশের ঢিলেমি র কারণেই পর পর এসব চুরি ছিনতাইয়ের ঘটনা বেড়ে চলেছে বলেও অভিযোগ উঠেছে৷

