নিজস্ব প্রতিনিধি,উদয়পুর, ৮ নভেম্বর৷৷ গত ২০ অক্টোবর পনের দাবীতে উদয়পুর মাতাবাড়ি বিধানসভা কেন্দ্র অধীন উত্তর কালাবন স্থিত শশুর বাড়িতে এক গৃহবধূকে তার স্বামী প্রদীপ পাল সহ শ্বশুর ও শ্বাশুড়ি মিলে নির্মমভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করে৷
এরপর এই ঘটনায় উদয়পুর রাধাকিশোরপুর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা গৃহবধূ৷ কিন্তু এখন অব্দি অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারে নি পুলিশ৷ উল্লেখ্য, অভিযুক্ত স্বামী প্রদীপ পাল এস পি ও জওয়ান৷
এই ঘটনা জেনে রবিবার নির্যাতিতা গৃহবধূর বাড়িতে আসেন রাজ্য মহিলা কমিশনের চেয়ারম্যান বর্ণালী গোস্বামী৷ উনি এদিন নির্যাতিতা গৃহবধূর সাথে কথা বলে এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উনার পাশে রাজ্য মহিলা কমিশন আছে বলে আশ্বস্ত করেন৷ উনি এই ঘটনায় রাধাকিশোরপুর মহিলা থানার পুলিশকে সুষ্ঠু বিচার করার জন্য আহ্বান জানান৷