বিলোনীয়ায় ভয়াবহ অগ্ণিকান্ড পুড়ে ছাই দোকাঘর, বহু ক্ষতি

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ৮ নভেম্বর৷৷ ভয়াবহ অগ্ণিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল দুটি দোকান৷ঘটনা বিলোনিয়ার হল চৌমুহনী এলাকায় জানা যায় প্রতিদিনকার মত রবিবার সকালে সুভাষ সাহা নামে ওই ব্যক্তি উনার ফাস্টফুডের দোকান খোলে এবং দোকানে খাবার সামগ্রী বানাতে থাকে কিন্তু উনার অসাবধানতাবশত চুলার উপর তেলের কড়াই বসিয়ে বাড়িতে চলে যান৷


কিছুক্ষণ পর স্থানীয় অন্যান্য দোকানের মালিক অর্থাৎ পার্শবর্তী লোকজন দেখতে পায় দোকানের ভেতর থেকে ধোঁয়া বের হচ্ছে, ঘটনা রবিবার সকাল ১১ টা নাগাদ৷ ধারণা করা হচ্ছে সুভাষ সাহা অসাবধানতার কারণে এই তেলের কড়াই থেকে আগুনের সূত্রপাত৷ তারপর সাথে সাথে ওই দোকানের মালিক সুভাষ সাহা কে খবর দেওয়া হয়৷ তিনি ঘটনাস্থলে আসার আগেই দোকানের অর্ধেকটা অংশ পুড়ে ছাই হয়ে যায়৷ পাশাপাশি সেই দোকান থেকে আগুন ছড়িয়ে পড়ে পার্শবর্তী দোকান নান্টু সাহার ফাস্টফুডের দোকানে৷ ওই নান্টু সাহার দোকান বন্ধ ছিল কিন্তু আগুন লাগার পরে দুটো দোকানে আগুন ছড়িয়ে পড়ে৷ সঙ্গে সঙ্গে স্থানীয়দের সহযোগিতায় খবর দেওয়া হয় বিলোনিয়ার দমকল বাহিনীর কর্মীদের তারা খবর পেয়ে দুটি ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে ছুটে আসে, এবং আগুন আয়ত্তে আনে৷সাথে খবর পেয়ে ছুটে আসেন বিলোনিয়া থানার পুলিশ৷

তবে দোকানের মালিকদের কাছ থেকে জানা যায় দুই দোকান মিলে আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ সাড়ে তিন থেকে চার লক্ষ টাকা হবে৷এদিকে এলাকাবাসীর বক্তব্য যদি যথাসময়ে ফায়ার সার্ভিস কর্মীরা ইঞ্জিন নিয়ে ছুটে না আসতো৷তাহলে এই অগ্ণিকাণ্ড পার্শবর্তী অন্যান্য দোকানেও ছড়িয়ে পড়তো৷ বর্তমানে বিলোনিয়া থানার পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *